ধুলোকণাকে হারিয়ে বঙ্গ সেরা হল গাঁটছড়া! এদিকে বঙ্গ সেটা ৫ ধারাবাহিকে উঠে এলো জগদ্ধাত্রী! মিঠাইয়ের অবস্থান কোথায়? সাহেবের চিঠিকে টেক্কা দিয়ে খেলনা বাড়ি জিতে নিলো স্লট, দেখে নিন সম্পূর্ণ টিআরপি!
সারা সপ্তাহ জুড়ে একটার পর একটা চ্যানেলে একাধিক ধারাবাহিক চলে। তাই স্বাভাবিকভাবেই ধারাবাহিক গুলি নিয়ে লড়াই থাকে, টিআরপি ছিনিয়ে নেওয়ার লড়াই। এই টিআরপির লড়াইয়ে সেই ধারাবাহিকই জেতে সারা সপ্তাহ জুড়ে যার গল্প টানটান বুনোটে ভর্তি থাকে। যে গল্প খুব সুন্দর ভাবে একটা ট্রাককে সম্পন্ন করে। সেই কারণে গত সপ্তাহে যেখানে ধুলোকণা বেঙ্গল টপার হয়েছিল এই সপ্তাহে দেখা গেলো বেঙ্গল টপার এর আসন হাতছাড়া হয়ে গেছে ধুলোকণার কাছ থেকে, বঙ্গসেরার সেই শিরোপা মাথায় গিয়েছে গাঁটছড়ার। অন্যদিকে গত সপ্তাহে সেরা পাঁচের থেকে বাইরে বেরিয়ে গিয়েছিলো মিঠাই, এই সপ্তাহেও মিঠাই বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের মধ্যে নিজের অবস্থান করে নিতে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে ধুলোকণার টিআরপি কমলেও বঙ্গ সেরা দ্বিতীয় ধারাবাহিকের মধ্যে জায়গা করে নিয়েছে। সাহেবের চিঠি গত কয়েক সপ্তাহ ধরে স্লট লিড করছিলো কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে খেলনা বাড়ি স্লট জিতে নিয়েছে, অন্যদিকে স্টার জলসার নবাব নন্দিনী ধারাবাহিকের জয়যাত্রা অব্যাহত আছে। অন্যদিকে শুরুর এক সপ্তাহের মধ্যেই বঙ্গ সেরা প্রথম ৫ ধারাবাহিকের মধ্যে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী। অন্যদিকে জি বাংলার গৌরী এলো ধারাবাহিক এই সপ্তাহে স্লট দখল করেছে।
এই সপ্তাহের সেরা ৫ ধারাবাহিক-
১ম। গাঁটছড়া ৮.১ (TOPPER )
২য়। ধুলোকনা ৮.০
৩য়। গৌরী এলো ৭.৭
৪র্থ। আলতা ফড়িং ৭.২
৫ম। জগদ্ধাত্রী ৭.০
চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা-
5:00 PM: বিক্রম বেতাল (১.১)
5:30 PM: গুড্ডি (৩.৪) | দিদি No.1 S9 (২.৭)
6:00 PM: নবাব নন্দিনী (৫.১) | পিলু (৪.৬)
6:30 PM: সাহেবের চিঠি (৫.৯) | খেলনা বাড়ি (৬.২)
7:00 PM : গাঁটছড়া (৮.১)| জগদ্ধাত্রী (৭.০)
7:30 PM : আলতা ফড়িং (৭.২) | গৌরী এলো (৭.৭)
8:00 PM : ধুলোকণা (৮.০) | মিঠাই (৬.৭)
8:30 PM : মাধবীলতা (৬.৫) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৭)
9:00 PM : এক্কা দোক্কা (৫.১) | এই পথ যদি না শেষ হয় (৫.৬)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.১) | লালকুঠি (৪.৬)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৫) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৮)
10:30 PM : গোধূলি আলাপ (২.৯) | উড়ন তুবড়ি (৩.৪)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৫) | শিশু ভোলানাথ (২.২)
NON FICTION শো এর টি আর পি তালিকা
রান্নাঘর (১.২)
সা রে গা মা পা (৫.৬)
দিদি No.1 (রবিবার বিশেষ পর্ব) (৫.২)
Dance Dance Junior (৪.০)