‘এমন বিচ্ছিরি নাচছে কেন? এতো নাচতেই জানেনা’! ডান্স ডান্স জুনিয়রের প্রোমো সামনে আসতেই তুমুল ট্রোলড ‘গঙ্গারাম’ ওরফে অভিনেতা অভিষেক বোস
স্টার জলসা চ্যানেলের পক্ষ থেকে সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়রে’র নতুন সিজনের ঘোষণা করা হয়েছে। যেখানে বিচারকের আসনে দেখতে পাওয়া যাবে টলিউড সুপারস্টার দেব, টলিউড অভিনেত্রী মনামী ঘোষ এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। পাশাপাশি মেন্টরের ভূমিকায় দেখতে পাওয়া যাবে টলিউডের ছোট পর্দার জনপ্রিয় মুখেদের। সেই তালিকায় রয়েছেন অভিষেক বোস, দীপান্বিতা রক্ষিত থেকে শুরু করে অভিনেত্রী তৃণা সাহা। তবে অপ্রত্যাশিতভাবে এই নামের তালিকা দেখে মোটেও খুশি হননি নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ।
প্রতিবাদ করে তারা জানিয়েছেন যারা এখানে বিচারক কিংবা মেন্টর হয়ে আসছেন তাদের অনেকেই প্রথাগত ভাবে কোনদিন নাচ শেখেননি এবং নাচের কোন জ্ঞান তাদের নেই। তাই তারা বিচার করার যোগ্য নন, এমনটাই মনে করছেন দর্শকরা। পাশাপাশি এবার সামনে এসেছে নতুন একটি প্রোমো যেখানে এই শো এর হয়ে প্রচার করতে দেখা গিয়েছে গঙ্গারাম ধারাবাহিক খ্যাত অভিনেতা অভিষেক বোসকে।
কিন্তু সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল সমালোচনা শুরু করেছেন নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ। অভিনেতার নাচ তাদের মোটেও ভালো লাগছেনা এমনটাই জানিয়েছেন তারা। পাশাপাশি অনুষ্ঠানটি থেকে অভিনেতাকে বাদ দিয়ে নতুন কাউকে নেওয়ার কথাও বলতে শোনা গিয়েছে অনেককে। সবমিলিয়ে অপ্রত্যাশিতভাবে তুমুল সমালোচনার সম্মুখীন হতে হয়েছে টলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে।
View this post on Instagram