সাক্ষাৎ মা দুর্গার বেশে দেবচন্দ্রিমা! তবে কি মহিষাসুরমর্দিনী হচ্ছেন তিনি?
দেবচন্দ্রিমা সিনহা রায়, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর অভিনয় প্রথম থেকেই মুগ্ধ করেছে দর্শকদের। তাঁর শেষ অভিনীত সিরিয়াল সাহেবের চিঠি। ওই ধারাবাহিকে তাঁর দুর্দান্ত অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। এবার বড়পর্দাতেও অভিনয় করছেন দেবচন্দ্রিমা। কিশমিশ ও পরিণীতা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। জিৎ-এর পরবর্তী ছবি বুমেরাং-এও অভিনয় করতে চলেছেন। দেবচন্দ্রিমার কেরিয়ার এখন মাঝ আকাশে।
দিন কয়েক আগে “পলাশ” নামক একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে দেবচন্দ্রিমাকে। তারই মাঝে ফটোশ্যুট চলছে জোর কদমে। দুর্গা পুজোর আগে দুর্গা সেজে ফটোশ্যুট একটা ট্রেন্ড। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন দেবচন্দ্রিমা। ক্যামেরার সামনে দুর্গা সেজে পোজ দিলেন অভিনেত্রী। করলেন ফটোশ্যুট। যেনো সাক্ষাৎ মা দুর্গা।
এদিন দেবচন্দ্রিমা ছবিও তুললেন মা দুর্গার মূর্তির সামনে দাঁড়িয়ে। টিউব ব্লাউজ, লাল পাড় সাদা শাড়ি, কপালে একটা বড় লাল টিপ, নাকে একটা বড় নথ। একেবারে যেনো সাক্ষাৎ মা পার্বতী অবতীর্ণ হয়েছে মর্তে। মাথার এক ঢাল কোঁকড়া চুল যেনো তাঁর সৌন্দর্য আরোও অনেকটা বাড়িয়ে দিয়েছে। দেবচন্দ্রিমার এই ফটোশুট দেখে তো ভক্তদের চোখের পাতা পড়তে চায়না।
তবে শুধু ছবি নয়, রিলস ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা। সেখানে আবার বোল্ড অ্যান্ড বিউটিফুল লুকে দেখা গিয়েছে তাঁকে। তাঁর বোল্ডনেস অবশ্য ধামাচাপা পড়ে গিয়েছে তাঁর মা পার্বতী রূপ। দেবচন্দ্রিমা এই ছবি পোস্ট করা মাত্রই লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
তবে এসব ছাড়াও আজকাল অভিনেত্রীর সম্পর্ক নিয়েও বিতর্ক চলে। অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে দেবচন্দ্রিমার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায়। তারপর সাঁঝেরবাতি ধারাবাহিকের সহ-অভিনেতা রিজওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিনেত্রীর। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। এখন আপাতত চুটিয়ে সিঙ্গল লাইফ এনজয় করছেন অভিনেত্রী।