‘প্রথমদিন দেখা করতে এসেই ইমপ্রেশনের বারোটা বাজিয়ে ফেলেছিল রোহন’, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে নিজেদের বিয়ের গল্প শোনালেন অভিনেত্রী সংঘশ্রী
বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় এবং পরিচিত অভিনেত্রী হলেন সংঘশ্রী সিংহ। সম্প্রীতি মুক্তিপ্রাপ্ত স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ছবি শ্রীমতি তে অভিনয় করতে দেখা গেছে সংঘশ্রী কে। ছোটপর্দা, বড়পর্দা সব জায়গাতেই অভিনেত্রী নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রীতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে অভিনেত্রী নিজের স্বামী রোহন মিত্রের সঙ্গে এসেছিলেন। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিজেদের বিয়ের গল্পই রচনা ব্যানার্জির সঙ্গে ভাগ করে নিতে এসেছিলেন দুজনে।
সংঘশ্রী জানান বিয়ে ঠিক হওয়ার আগে আগেই তার ব্রেকআপ হয়েছিল। সেইসময় রাগের মাথায় বাড়িতে এসে বলেছিলেন তিনি বিয়ের জন্য প্রস্তুত। যাকে পাবেন তাকেই বিয়ে করবেন, বট গাছ হলেই চলবে। এরপর বাড়ি থেকেই সমন্ধ দেখা শুরু। মাট্রিমনিয়াল সাইড থেকেই রোহন এর সাথে তার পরিচয়। এরপর সংঘশ্রী কে দেখতে ছেলের বাড়ির লোক আসে। এই কথা শুনেই সংঘশ্রী বুঝে যান তিনি বাড়িতে রাগের মাথায় বিয়ের কথা বলেই খুব ভুল করে ফেলেছেন। আর তখনই তার কাছে রোহনের ফোন আসে। ওপাশ থেকে রোহন বলেন, ‘আমি না সন্দেশ খেয়ে না বলতে চাই না। আমরা বাইরে দেখা করি?’
রোহনের মুখে এই কথা শুনে আরো রেগে যান অভিনেত্রী ‘কী আমায় না করবে’! এরপর অবশ্য নিজেই গাড়ি নিয়ে যান দেখা করতে। প্রথমদিন দেখা করতে এসে ক্যাটক্যাটে মেরুন পঞ্জাবি পরে এসেছিলেন রোহন। আর সেই দেখেই কপালে চোখ অভিনেত্রীর। এরপর একদিন রোহন বন্ধুদের সঙ্গে পার্টি করে মদ্যপ অবস্থাতেই নিজের ভালোলাগা জাহির করে সংঘশ্রীর কাছে! সংঘশ্রী সম্পর্কে রোহন জানান ‘ওর সবথেকে ভালো ব্যাপার হল ওর মনটা খুব পরিষ্কার। মুখে যা সামনেও তা। আমরা স্বামী-স্ত্রীর থেকেও খুব ভালো বন্ধু।’