বাংলা সিরিয়াল

জোড় ফাঁসা ফেঁসেছে অঙ্কুশ! বন্ধুদের কথা শুনে শেষে ছাড়াছাড়ি না হয়ে যায় ঐন্দ্রিলার সঙ্গে! ডান্স বাংলা ডান্সের মঞ্চে করুণ পরিণতি অভিনেতার

জি বাংলা(Zee Bangla)র পর্দায় সবে মাত্র নিজের যাত্রা শুরু করেছে ননফিক্সান শো ডান্স বাংলা ডান্স(Dance Bangla Dance)। তবে প্রথম দিন থেকেই ছক্কা হাঁকিয়ে যাচ্ছে এই অনুষ্ঠান। টিআরপি তালিকাতেও বড় রকম খেলা দেখাচ্ছে এই রিয়ালিটি শো। আর হবে নাই বা কেন। শো’য়ের প্রত্যেকটা পর্ব হচ্ছে একেবারে জমজমাট।

তার ওপর মহাগুরুর আসনে রয়েছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। আর সঞ্চালনার দায়িত্বে অঙ্কুশ হাজরা(Ankush Hazra)। বিচারকের দায়িত্ব পালন করছেন টলিউড ডিভা শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জী এবং মৌনি রায়। এবার ডান্স বাংলা ডান্সের মঞ্চেই এমন এক ঘটনা ঘটলো অঙ্কুশের সঙ্গে যার পর আর ঐন্দ্রিলা তার সঙ্গে সম্পর্ক রাখবে কিনা সেটা নিয়েই উঠছে প্রশ্ন।

কারণ বন্ধুদের কথা শুনে ফেঁসে গিয়েছে অঙ্কুশ নিজে। ডান্স বাংলা ডান্সের মঞ্চে উপস্থিত এক প্রতিযোগী প্রিয়াঙ্কা অঙ্কুশের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার ফিটনেস নিয়ে। এরপর এই শুভশ্রী এবং শ্রাবন্তী দুজনে মিলে ওই প্রতিযোগীকে উস্কেছেন যাতে তাকে কাঁধে নিয়ে অঙ্কুশ দশখানা পুশ আপ মারে। সেই কথা শুনে স্বাভাবিকভাবেই অঙ্কুশ তাকে পিঠে বসিয়ে পুশ আপ মারতে শুরু করে। ঠিক তখনই শুভশ্রী ফোন নিয়ে ভিডিও কলে যোগ করে ঐন্দ্রিলাকে এবং পুরো ঘটনা তাকে দেখায়।

বলে রাখা ভালো পুরো ঘটনাটাই মজার ছলে ঘটেছে। শুভশ্রী আদৌ ঐন্দ্রিলাকে ফোন করেছেন কিনা জানা যায়নি। তবে সমস্ত ঘটনাটাই হাসির ছলে ঘটিয়েছেন এটা বোঝা গিয়েছে। সঙ্গে দর্শক মঞ্চে প্রত্যেকটা মানুষ হো হো করে হেসে উঠেছে অঙ্কুশের কাণ্ডে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh