সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা ভাঙলো দীপা, সন্তান নিয়ে ফিরলো বাড়ি! ‘তবে কি দীপা সূর্য কাছাকাছি আসছে?’ প্রশ্ন উত্তেজিত অনুগামীদের
এই মুহূর্তে স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সম্প্রচার শুরু হওয়ার অতি অল্পদিনের মধ্যেই অন্যরকম গল্পের কারণে নিজের স্থান দর্শকদের মনে বানিয়ে নিতে সক্ষম হয়েছিল ধারাবাহিকটি। একজন শ্যামবর্ণা মেয়ের সমাজের সঙ্গে সংগ্রামের গল্প ধারাবাহিক এর মাধ্যমে উঠে আসতে দেখতে পেয়েছিলেন দর্শকরা।
তবে কিছুদিন আগে ধারাবাহিকের অনুগামীরা আন্দাজ করেছিলেন এবার হয়তো ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রের মধ্যে। সেই মতোই ধারাবাহিকের নেতিবাচক চরিত্র মিশকার উস্কানিতে স্ত্রীকে ভুল বুঝেছে ডাক্তার সূর্য।
এরপরই তাকে অবিশ্বাস করে অপমান করেছে সূর্য এই অভিযোগ তুলে বাড়ি ছাড়তে দেখা গিয়েছিল দীপাকে। এরপর ধারাবাহিকের গল্প অনুযায়ী দুই সন্তানের জন্ম দিতে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকাকে। তবে এবার ধারাবাহিকের নতুন দৃশ্য অনুযায়ী দারুন চমক দেখতে পেলেন অনুগামীরা।
দেখা গেল অবশেষে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরতে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকাকে। কারণ হিসেবে দীপা জানিয়েছে সে চায় তার সন্তান প্রাপ্য ভালোবাসা পাক শ্বশুর বাড়ি থেকে।
তবে এবার ধীরে ধীরে ধারাবাহিকের নায়ক নায়িকা আবারো কাছে আসবে এমনটাই মনে করছেন অনুগামীরা। প্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখতে পাওয়া যাবে এমনটাই আশা করছেন উত্তেজিত ‘অনুরাগের ছোঁয়া’ ভক্তরা।