‘জলসার পুরোনো সিরিয়াল মানেই ব্লকবাস্টার! বধূবরণের মতো সিরিয়াল নিয়ে এখন কনসেপ্ট আনা উচিত! দারুন চলবে!’-এত নতুন ধারাবাহিকের মাঝে আজও পুরনো ধারাবাহিকের প্রশংসায় পঞ্চমুখ দর্শক
কথায় বলে পুরোনো চাল ভাতে বাড়ে, কিন্তু এটা শুধু চাল নয়, পুরনো যে কোন জিনিসের ক্ষেত্রেই ফলে যায়, পুরনো সিনেমা পুরনো সাহিত্য পুরনো গল্পের যে আমেজ থাকে তা নতুন কখনোই ফিরিয়ে আনতে পারে না তাইতো বর্তমানে যখন এত চ্যানেল প্রতিটি চ্যানেলে সকাল থেকে রাত অবধি এত ধারাবাহিক তখনও মানুষ টেলিভিশন জগতের ফেলে আসা দিনের কথা ভাবে মানুষ নস্টালজিয়ায় সেইসব পুরোনো ধারাবাহিকের কথা ভাবেন যে ধারাবাহিক গুলো তাদের টেলিভিশনকে ভালোবাসতে শিখিয়েছিল।
বর্তমানে ধারাবাহিকের মধ্যে যেন একটা প্যাটার্ন হয়ে গেছে সেই প্যাটার্নটা কমবেশি সব ধারাবাহিকের ক্ষেত্রেই দেখা যায় যেমন নায়ক বা নায়িকার দুবার করে বিয়ে, শাশুড়ি বৌমার ঝগড়া ঝামেলা অশান্তি, এইসব বিষয়গুলোই ধারাবাহিকের টিআরপি তোলে কিন্তু দর্শক কিন্তু আজও পুরনো ধারাবাহিক গুলোর কথাই ভাবেন এবং তারা পুরনো ধারাবাহিকের কনসেপ্ট গুলোই ফিরে পেতে চান তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“জলসার পুরনো সিরিয়াল মানেই ব্লকবাস্টার, ধামাকা,,সেরকম আমার প্রথম দেখা, মন ছুয়ে যাওয়া আমার ইমোশন একটি ধারাবাহিক হলো বধুবরন,,এতো প্রিয় ছিলো কি বলবো,,,কি ছিলো না সিরিয়ালটাতে,,,সেরা শাশুড়ি বউমা জুটি,,কনক সাত্যকির দুস্টু মিস্টি প্রেম,,ঝিলমিল আর তিস্তার ধামাকাদার ভিলেনগিরি,,শিখা সুন্দরীর মজার মজার কথা সাথে শয়* তানি করা,,ইন্দিরা এবং তার ঝা এন সেরা বন্ডিং,,সব মিলিয়ে পুরো পারফেক্ট একটা কম্বিনেশন ছিলো,জলসার মাস্টারপিস,,,যার জন্য পৌনে চার বছরে টানা স্লট লিড,,শেষ সপ্তাহে লিড করে গেছে,,, মাঝে অনেকবার বেঙ্গল টপারও হয়েছে,,,আর অন্তিম পর্ব কাকে বলে বধুবরন দেখে শেখা উচিত,,কি সুন্দরভাবে শেষ করেছে, এক্রোপলিস আর জলসার সেরা নাটক এটি,, আমি চায় এমন ধারাবাহিক আবার আনুক,, সাথে টাইটেল সংটাও সেরা ছিলো ”