বাংলা সিরিয়াল

‘পদ্মপলাশের জয় আসলে বাংলা ভাষার জয়’, সারেগামাপা নিয়ে বিতর্ক! এবারে মুখ খুললেন সারেগামাপার লোকগানের প্রশিক্ষক ও গবেষক দেব চৌধুরী

গত সপ্তাহতেই গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হলো জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো সারেগামাপা। আর শেষ পর্ব ঘিরেও সমালোচনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। বারবার প্রশ্নের মুখে পড়ছে সারেগামাপা এর বিচার ব্যবস্থা। এ বছর এই রিয়েলিটি শো এর বিজয়ী হয়েছেন পদ্ম পলাশ হালদার এবং অস্মিতা কর। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালবার্ট কাবো, তৃতীয় স্থান দখল করে নিয়েছে সোনিয়া গ্যাজমের। আর এখন থেকেই শুরু বিতর্কের। কারণ শো এর প্রথম থেকে কাবো নিজের অসাধারণ কন্ঠে সকলের মন জয় করে এসেছে।

তাই ফাইনাল রাউন্ডে তার বিজয়ী হওয়া উচিত ছিল। দর্শকরা প্রত্যেকেই তাই আশা করে ছিল। তাই কবো প্রথম না হওয়ায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। পদ্মপলাশ হলো পণ্ডিত অজয় চক্রবর্তীর শিষ্য। তাই অনেকেই মনে করছেন পণ্ডিতজীর মন রাখতেই পদ্মপলাশকে বিজয়ী করা হয়েছে। তবে এই প্রথম নয়, ২০২১ সালের সারেগামাপা বিজয়ী অর্কদীপ মিশ্র। পর পর দু’বছর লোকসঙ্গীতের ঘরানা থেকেই বিজয়ী উঠে এসেছে সারেগামাপা-র মঞ্চ থেকে। লোকগানকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য।

কালিকাপ্রসাদের প্রয়াণের পর সারেগামাপা-র লোকগানের হাল ধরেন প্রশিক্ষক ও গবেষক দেব চৌধুরী। এই বিষয়ে তিনি বলেছেন ‘‘আমি লোকসঙ্গীতের মেন্টর থাকাকালীন পর পর দু’বার লোকসঙ্গীত থেকেই বিজয়ী হয়। গত বার অর্কদীপ যখন বিজয়ী হন, তখনও অনেক বিতর্ক হয়েছে, এ বারে পদ্মপলাশের ক্ষেত্রেও অন্যথা কিছু হল না। আসলে আমরা মুখেই বাঙালিয়ানা ফলাই। কিন্তু বাংলার নিজস্ব সংস্কৃতি নিয়ে আসলে আমরা বড়ই উদাসীন এবং আত্মবিস্মৃত! গত বারেও অর্কদীপ লোকগানের পাশাপাশি অন্য গান গেয়েছেন। এ বারেও কিন্তু পদ্মপলাশ কীর্তনের বাইরে বেশ কিছু অন্য গান দারুণ গেয়েছেন। আরও একটা বিষয়, এ বারের যুগ্ম বিজয়ী অস্মিতা একটা ‘ফেস অফ’ রাউন্ডে কিন্তু লোকসঙ্গীত গেয়েই প্রতিযোগিতায় ফিরে আসে।’’

তিনি আরো বলেন ‘যে কোনও সৃজনশীল মানুষের কাছে একটাই মুখ্য চ্যালেঞ্জ থাকে। অতীতের চেয়ে বর্তমানে আরও একটু ভাল কাজ করতে হবে। আসলে প্রকৃত শিল্পীর প্রতিদিন পুনর্জন্ম হয়। বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস, পবনদাস বাউল, গৌরখ্যাপা সারা পৃথিবীকে বাউল সঙ্গীতের ধারাকে চিনিয়েছেন। এর পাশাপাশি কালিকাপ্রসাদ তার গবেষণালব্ধ মাটির ছোঁয়া রেখে সমকালীন পরিবেশনায়, সারেগামাপা-র মঞ্চে আপামর বাঙালির কাছে লোকগানকে জনপ্রিয় করে তুলেছিলেন। যার ফলও হাতেনাতে পেয়েছেন। দর্শকের বিপুল সাড়া।’’

এখন যাঁরা অন্য ধারার গান গাইছেন তাঁরা লোকগানের সঙ্গে ফিউশন করছেন, দেবের কথায়, ‘‘জি বাংলার সারেগামাপা-র জন্যেই তা সম্ভব হয়েছে।’’ বাংলার সব থেকে বড় রিয়েলিটি শো-এর অন্যতম মেন্টর, এত বড় দায়িত্বের চাপ ঠিক কতটা? দেবের কথায়, ‘‘লোকসঙ্গীতের মেন্টর হিসেবে আমার কাছে জি বাংলা সারেগামাপা-র মঞ্চ একটা খোলা ক্যানভাস, যেখানে আমি আমার মতো করে নিজের রঙে সাজাতে চেষ্টা করেছি। তাঁর জন্য আমি কৃতজ্ঞতা জানাব এই শো-র পরিচালক অভিজিৎ সেন এবং রথীজিৎ ভট্টাচার্যকে।’’

Back to top button

Ad Blocker Detected!

Refresh