ইচ্ছে পুতুল শেষ হয়ে আসবে দেবচন্দ্রিমার ধারাবাহিক! সাহেবের চিঠির চিঠিকে স্টার জলসায় দেখার জন্য উন্মুখ দর্শক!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিলো ‘সাঁঝের বাতি’। এই ধারাবাহিকে দেখা যায় যে, ধারাবাহিকের নায়ক ছিলো আর্য আর নায়িকা ছিলো চারু, নায়ক আর্যর অন্ধকার জীবনে গিয়ে তার জীবন আলোকিত করে তোলে চারু। এই সাঁঝের বাতি ধারাবাহিক করে জনপ্রিয়তা অর্জন করে ছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়, যদিও এই ধারাবাহিকটি তার প্রথম কাজ ছিলো না, এর আগে স্টার জলসায় টেক্কা রাজা বাদশা অভিনয় করেছিলেন তিনি, কিন্তু সেই ধারাবাহিকের তুলনায় তিনি ততটা জনপ্রিয়তা পাননি যতটা জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন সাঁঝের বাতিতে।
এরপর সাহেবের চিঠি ধারাবাহিকে তিনি অভিনয় করেন সেখানেও তিনি লিড চরিত্রে অভিনয় করেছিলেন তার চরিত্রের নাম ছিল চিঠি। যদিও এই ধারাবাহিক টিআরপির কারণে খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিলো।
এরপর দীর্ঘ সময় দেবচন্দ্রিমাকে আর দেখা যায় নি। তার ভক্তরা তাকে নতুন কোন প্রজেক্টে ফিরে পেতে চেয়েছিলেন অবশেষে সেই আশা পূর্ণ হচ্ছে, শোনা যাচ্ছে স্টার জলসায় কাজ করার পরে এবার জি বাংলা তে দেখা যাবে অভিনেত্রীকে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল শেষ হবে এবং সেই জায়গায় আসবে দেবচন্দ্রিমার ধারাবাহিক।
আরও পড়ুন : গুরুতর অসুস্থ মীর! ঠিকমতো হাঁটতে বসতে পারছেন না!
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“Current Boss এর কথা অনুযায়ী…
গতকাল শেষ দিনের শুটিং করেছে ইচ্ছে পুতুল Team!…যদিও টিভির পর্দায় দেরিতে শেষ হবে সাম্ভাব্য আরো এক মাস !!…
এদিকে জোর গুঞ্জন,, ইচ্ছে পুতুল এর পরিবর্তে আসছে,,,দেবচন্দ্রিমা দির নতুন ধারাবাহিক
জী বাংলা তে!…যেখানে তার বিপরীতে অভিনয় করার জন্য অফার পেয়েছে নীল ভট্টাচার্য!…!!…”