জি বাংলা আচমকাই বন্ধ করেছিল ‘ফিরকি’ ধারাবাহিক, এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘রানী মাসী’ সুজি! দর্শকদের ক্ষোভে উত্তাল সোশ্যাল মিডিয়া
জি বাংলার পর্দায় সম্প্রচারিত হওয়া একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘ফিরকি’। প্রথম থেকেই অন্যরকম গল্প এবং অভিনেতা অভিনেত্রীদের কারণে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল ধারাবাহিকটি। মূলত তৃতীয় লিঙ্গের মানুষদের এই ধারাবাহিকের ভূমিকায় দেখতে পেয়েছিলেন সাধারণ মানুষ। তবে অতি অল্প দিনের মধ্যেই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত দেখা যায় জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষকে।
যদিও কারণ হিসেবে স্পষ্ট করে চ্যানেলের তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে অনুগামীদের অনেকেই মনে করেন তৃতীয় লিঙ্গের মানুষদের টিভির পর্দায় দেখতে চাননি বাংলা ধারাবাহিকের দর্শকদের একটি বড় অংশ। পাশাপাশি এই সিরিয়ালে রাজনৈতিক নানান দৃশ্য তুলে ধরা হয়েছিল। যার ফলে রাজ্যের রাজনীতি থেকে ধারাবাহিক বন্ধ করে দেওয়ার চাপ এসেছিল বলে মনে করা হচ্ছে।
তবে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীরা জানতে পারলেন এই ধারাবাহিকের অন্যতম মুখ্য ভূমিকা ‘রানী মাসি’র চরিত্রে অভিনয় করছিলেন যিনি, সেই অভিনেত্রী সুজি ভৌমিক আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত এই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পরে সেভাবে আর বড় কোন প্রজেক্টে কাজ করতে দেখা যায়নি তাকে। বলাই বাহুল্য এ দিন প্রিয় অভিনেত্রীর সুস্থতা কামনা করতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশকে।
View this post on Instagram