প্রথম সপ্তাহে এসেই কামাল করেছে সোহাগ জল! অবিশ্বাস্য রেকর্ড টিআরপি খেলনা বাড়ির! জয় অব্যাহত রেখেছে জগদ্ধাত্রী! মিঠাই, নিম ফুলের মধুর টিআরপি জানলে চমকে যাবেন!
যে কোনো ধারাবাহিকের গল্প ভালো হবে না খারাপ হবে তার ওপর নির্ভর করে ধারাবাহিকের টি আর পি আর প্রত্যেকটি মুহূর্তে যেহেতু ধারাবাহিককে নতুন নতুন ট্র্যাক আসে গল্পে নতুন নতুন মোড় আসে সেই কারণে ধারাবাহিকের টিআরপিও প্রতিমুহূর্তে পরিবর্তনশীল। ঠিক যেমন মিঠাই ধারাবাহিকের কথাই বলা যায় দীর্ঘ দেড় বছর ধরে রাজত্ব করার পর মিঠাই ধারাবাহিকের টিআরপি কমে গিয়েছিলো, অনেকেই ভেবেছিলেন ধারাবাহিকটি শেষ করে দিলেই ভালো।
তবে এই ধারাবাহিকের নির্মাতারা বুঝেছিলেন এই ধারাবাহিকের এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে তাই শেষ করে দেওয়ার পরিবর্তে মিঠাই ধারাবাহিক সন্ধে ছটায় চলে যায় আর স্লট পরিবর্তন করবার পর পুনরায় টিআরপিতে কামাল দেখাতে শুরু করে এই ধারাবাহিক।
নবাব নন্দিনী কে হারিয়ে সন্ধে ছয়টার স্লটে শুধু স্লট লিডই করছে না, বরং রীতিমতো ভালো টিআরপি আনছে এই ধারাবাহিক। অন্যদিকে বিয়ে মিটে গেলেও এখনো টানটান উত্তেজনা দেখিয়ে দর্শকদের ধরে রেখেছে জগদ্ধাত্রী ধারাবাহিক। গত সপ্তাহের মতো এই সপ্তাহ বঙ্গ সেরা হয়েছে এই ধারাবাহিক।
চমকে দেওয়ার মত টিআরপি পেয়েছে খেলনা বাড়ি, সন্ধ্যা সাড়ে ছয়টার স্লটে ৮.২ টিআরপিতে বাংলার সেরা দ্বিতীয় ধারাবাহিকের স্থান অধিকার করে নিয়েছে খেলনা বাড়ি, এর পরই রয়েছে অনুরাগের ছোঁয়া। অন্যদিকে প্রথম সপ্তাহে এসেই রীতিমতো কামাল করে দিয়েছে সোহাগ জল! চলুন জেনে নেওয়া যাক পুরো টিআরপির তালিকা-
এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক –
১ম। জগদ্ধাত্রী ৮.৮ (বঙ্গ সেরা)
২য় । খেলনা বাড়ি ৮.২
৩য় । অনুরাগের ছোঁয়া ৭.৬
৪র্থ । গৌরী এলো ৭.৫
৫ম । নিম ফুলের মধু ৭.৩
(TRP TRENDING )
9pm। সোহাগ জল Opening 6.0 | এক্কা দোক্কা 6.0
6PM। মিঠাই 7.0 | নবাব নন্দিনী 5.7
পুরো টি আর পি তালিকা-
৫.৩০: গুড্ডি (৪.৩) | দিদি No.1 S9 (৪.১)
৬.০০: নবাব নন্দিনী (৫.৭) | মিঠাই (৭.০)
৬.৩০: সাহেবের চিঠি (৬.৪) | খেলনা বাড়ি (৮.২)
৭.০০: গাঁটছড়া (৭.০) | জগদ্ধাত্রী (৮.৮)
৭.৩০: আলতা ফড়িং (৭.১) | গৌরী এলো (৭.৫)
৮.০০: ধুলোকণা (৭.২) | নিম ফুলের মধু (৭.৩)
৮.৩০: মাধবীলতা (৬.৬) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৭)
৯.০০: এক্কা দোক্কা (৬.০) | সোহাগ জল (৬.০) [Opening]
৯.৩০: অনুরাগের ছোঁয়া (৭.৬) | এই পথ যদি না শেষ হয় (৩.৯)
১০.০০: হরগৌরী পাইস হোটেল (৫.৬) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (২.৮)
১০.৩০: গোধূলি আলাপ (৩.৪) | উড়ন তুবড়ি (২.৮)
১১.০০: রাধাকৃষ্ণ (১.৮)| শিশু ভোলানাথ (২.০)
NON FICTION শো-
রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৪.৯)
দিদি No.1 (সানডে ধামাকা) (৫.৬)
Dance Dance Junior (৪.৬)