“তৃণমূলের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোন অন্যায়কে প্রশ্রয় দেন না,” কলেজ জীবনে তৃণমূল সমর্থক ছিলেন আজও দিদিতেই আস্থা ‘গদাধর’ সৌরভের
বর্তমানে অভিনয় জগৎ থেকে রাজনৈতিক দলে যোগদান করা যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। সম্প্রতি একুশে জুলাই এর সমাবেশে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই ছবিতে ধরা দিয়েছেন জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সৌরভ সাহা। যাকে আমরা জনপ্রিয় চরিত্র গদাধর এর ভূমিকায় অভিনয় করতে দেখতে পেয়েছি। তবে সৌরভ দীর্ঘদিন ধরেই ছাত্র নেতা হিসেবে কাজ করেছে। কিন্তু এর আগে তাকে কখনো একুশে জুলাই এর সমাবেশে দেখা যায়নি। এই প্রথমবার তিনি হাজির হয়েছেন সমাবেশে। তবে কি পাকাপোক্তভাবেই রাজনৈতিক ময়দানে যোগদান করতে চলেছেন অভিনেতা? বর্তমানে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সকল দর্শকদের মনে।
তবে এই প্রসঙ্গে অভিনেতা সরাসরি জানিয়েছেন ‘আমার বাবা বহু দিন বামপন্থী রাজনীতি করেছেন। একটা সময়ে সেই দলের দুর্নীতি দেখে সরে আসেন। তাঁকে দেখে আমার এখন আর সরাসরি রাজনীতি করতে ইচ্ছে করে না। তৃণমূল থেকেও ডাক পেয়েছিলাম। কিন্তু যোগ দিইনি।’
বর্তমানে রাজনৈতিক দিকে সবসময় সচেতন তিনি কলেজ জীবনেও তৃণমূল সমর্থক ছিলেন গত বছরও মাননীয় মুখ্যমন্ত্রীর হই নন্দীগ্রামে প্রচারে বেরিয়েছিলেন তিনি। এছাড়াও সৌরভ জানিয়েছেন ‘আমরা জানি দুর্নীতি আছে। চোখে আঙুল দিয়েই তা দেখিয়ে হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস, মুখ্যমন্ত্রী এ সবকে প্রশ্রয় দেন না। যে কোনও ভালো কাজ করতে গেলেই, এমন অনেক সমস্যার মুখে পড়তে হয়। তাই বলে তৎক্ষণাৎ কোনও সদস্যকে দল থেকে ছেঁটে ফেলা যায় না। উনি নিশ্চয়ই সবটা শক্ত হাতে দমন করবেন।’
এবছরই শেষ হয়েছে রানী রাসমণি ধারাবাহিক। তারপরে অভিনেতাকে আর কোনো ধারাবাহিক তেমন ভাবে দেখা যায়নি। তবে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইস্মার্ট জরি’র মঞ্চে দেখা যাচ্ছে সৌরভ এবং তার স্ত্রীকে। কবে অভিনয় জগতে ফিরবেন আবার তিনি সেই অপেক্ষায় রয়েছেন অভিনেতার ভক্তরা।