জল থৈ থৈ ভালোবাসাতে প্রত্যেকটি চরিত্র অনুকরণ করার মত! বলছেন দর্শক!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘জল থৈ থৈ ভালোবাসা’। এই ধারাবাহিকটি ঠিক ধারাবাহিক নয় এই ধারাবাহিক যেন বাস্তবের প্রতিফলন। আসলে এই ধারাবাহিকে কোজাগরী থেকে তোতা, আসমান থেকে শুরু করে আসমানের সৎ মা, কোকো থেকে শুরু করে টিটো প্রত্যেকটি চরিত্র যেন বাস্তব থেকে তুলে ধরা হয়েছে।
প্রত্যেকটি চরিত্রের একটা নিজস্ব গল্প আছে আর সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে প্রত্যেকটি গল্পই সঠিক।
দর্শক রা বলছেন এই ধারাবাহিকের প্রায় অনেকগুলি চরিত্রই অনুকরণীয়, যেমন
কোজাগরী সু গৃহিণী, তার চরিত্র সেই সমস্ত গৃহিণীদের গল্প যা আমরা ঘরে ঘরে দেখে এসেছি। এই মানুষটাই যখন গৃহিণী থেকে রোজগেরে হয়ে উঠতে চাই তখন তাকে সবাই কথা শোনায়- এটা অত্যন্ত বাস্তবিক।
অন্যদিকে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে যে শিক্ষিত মানুষরা অনেক সময় নিজেদের শিক্ষাকে সঠিকভাবে প্রকাশ না করে অনেক সময় ইগোর প্রকাশ করে ফেলেন যেমন আসমান আর তোতার বিয়ে উদ্যালোক থেকে শুরু করে বসু পরিবারের কোনো মানুষ মানতে পারছেন না অথচ এই মানুষগুলো তোতার সাথে খুব সহজেই রূপের বিয়েটা মানতে পারছিলেন কারণ স্ট্যাটাসের কারণে। অর্থাৎ এখানে ইগোর সংঘাতটাই বড়।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“জল অথৈ
****
১)এই সিরিয়ালের প্রায় সবকিছুই অনুকরণীয়।
কোজাগরী আদর্শিক গৃহিণী।
এমন গৃহিণী প্রতিটি ঘরে ঘরে থাকা উচিৎ।
২) এডাল্ট তোতাকে কিডন্যাপ করে সারারাত আটকে রাখার পরও আসমান আর তোতার বিয়ে উদ্দালক, টিটো, টিনিটিন, ঠানমা কেন মেনে নিচ্ছে না, এটা বোধগম্য হচ্ছে না। এটা ভারী অন্যায়।
সিরিয়ালের দর্শকেরা প্রায় সকলেই বিয়েটা মানছেন। কিন্ত উনারা মানছেন না। কি অদ্ভুত আচরণ।”