বাংলা সিরিয়াল

‘জল থেকে উদ্ধার হলো উচ্ছেবাবুর গাড়ি’! অবশেষে সামনে এল ‘মিঠাই’য়ের রুদ্ধশ্বাস পর্বের শুটিংয়ের দৃশ্য! অভিজ্ঞতা ভাগ করলেন স্বয়ং ‘মিঠাই’ সৌমিতৃষা

কিছুদিন আগেই বাংলা সেরা ধারাবাহিকের খেতাব হারিয়ে ফেলতে হয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’কে। স্টার জলসার ‘গাঁটছড়া’ বরং দখল করে ফেলেছিল টিআরপি তালিকার শীর্ষস্থানটি।এরপরই ধারাবাহিকের নির্মাতারা আপ্রাণ চেষ্টা শুরু করেছিলেন ধারাবাহিকের গল্পের পরিবর্তন আনতে। যাতে আবার আগের মত জনপ্রিয়তায় তারা পৌছাতে পারেন।

সেই মতই এবার ধারাবাহিকের গল্পে অনুগামীরা দেখতে পেলেন এক বিরাট চমক। অনুগামীরা দেখতে পেলেন এবার পর্দা উচ্ছেবাবু ওরফে সকলের প্রিয় সিদ্ধার্থকে দুর্ঘটনার কবলে পড়তে। এবার জি বাংলা চ্যানেলের তরফে প্রকাশ করা হলো সেই গোটা দৃশ্যটির শুটিং এর অভিজ্ঞতার চিত্র। প্রসঙ্গত হাইওয়ের উপর গাড়ি দুর্ঘটনা দৃশ্যটি শুটিং করেছিলেন মিঠাই ধারাবাহিকের কলাকুশলীরা।

এই ধারাবাহিকে সঙ্গে যুক্ত নির্মাতারা জানিয়েছেন প্রতিটি দৃশ্য ঠিকভাবে শুট করার জন্য অপরিসীম পরিশ্রম করতে হয়েছিল তাদের। পাশাপাশি মুখ খুলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। জানিয়েছেন জল থেকে দুর্ঘটনার কবলে পড়া উচ্ছেবাবুর গাড়ি উদ্ধারের দৃশ্যটি অত্যন্ত রোমহর্ষক ছিল।

তাছাড়াও অভিনেত্রী জানিয়েছেন খারাপ সময়ের পর এই ধারাবাহিকের গল্পে ভালো সময় আসতে দেখা যাবে। তাই অনুগামীদের ‘মিঠাই’ ধারাবাহিকের সঙ্গে থাকার অনুরোধ করেছেন তিনি। বলাই বাহুল্য পর্দার পেছনের কার্যকলাপ দেখে দারুণ অবাক হয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীরা।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

Back to top button

Ad Blocker Detected!

Refresh