‘গাঁটছড়া’ ধারাবাহিকের তিন জোড়া হানিমুন ও হারাতে পারলো না মিঠাই কে TRP তে, ফের আরো একবার বাজিমাত করলো ‘মিঠাই’ ধারাবাহিক
আবার মিঠাইরানীকে হেলেপ করেছে গোপাল। এই সপ্তাহের TRP তালিকাতেও চমৎকার করলো মিঠাই ধারাবাহিক। টানটান উত্তেজনা পর্ব আরও একবার মন জয় করে নিয়েছে দর্শকদের। আরো একবার মিঠাই প্রমাণ করে দিলো দেড় বছর বাদেও তারা হারিয়ে যায়নি। মিঠাই এর চির প্রতিদ্বন্দ্বি গাঁটছড়া একটুর জন্য পিছিয়ে পড়ল। এই সপ্তাহে মিঠাই ৮.৩ রেটিং নিয়ে বেঙ্গল টাপার এবং ৮.২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গাঁটছড়া।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের TRP ফলাফল –
প্রথম- মিঠাই (৮.৩)
দ্বিতীয়- গাঁটছড়া (৮.১)
তৃতীয়- গৌরী এলো (৮.০)
চতুর্থ- আলতা ফড়িং (৭.৮)
পঞ্চম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৬)
ষষ্ঠ- ধুলোকণা (৬.৭)
সপ্তম- উমা (৬.৫)
অষ্টম- মন ফাগুন (৬.৪)
নবম- অনুরাগের ছোঁয়া (৬.৩)
দশম- এই পথ যদি না শেষ হয় (৫.৮)
গাঁটছড়া ধারাবাহিকে বেশ কিছুদিন ধরেই জমজমাট হানিমুন পর্ব দেখানো হচ্ছে। তিন জোড়া হানিমুন পর্ব বেশ জমে উঠেছে। কিন্তু তাও মিঠাইয়ের সাথে পেরে উঠল না। সকলকে পিছনে ফেলে TRP তালিকায় প্রথম স্থান অধিকার করে নিল মিঠাই।