লাল বেনারসিতে সেজে মায়ের সঙ্গে অষ্টমীর অঞ্জলি দিলেন সৌমিত্রিশা! পুজোর দিনগুলো কাছের মানুষদের সঙ্গেই কাটছে মিঠাইয়ের
পুজোর দিনগুলো কাছের মানুষদের সঙ্গেই কাটছে মিঠাইয়ের। দূর্গা অষ্টমীর দিন মায়ের সঙ্গে টুকটুকে লাল বেনারসিতে সেজে অঞ্জলি দিলেন অভিনেত্রী। সারা বছর থাকে শ্যুটিং-এর ব্যস্ততা। পুজোর ছুটিটা প্রিয়জনদের সঙ্গেই কাটাচ্ছেন মিঠাইরানি। মহাঅষ্টমীর সকালে মায়ের সঙ্গে দুর্গা মায়ের অঞ্জলি দিলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।
View this post on Instagram
অষ্টমীর সকালে লাল বেনারসিতে সাজলেন জি বাংলার এই তুমুল জনপ্রিয় নায়িকা। শাড়ি জমকালো পরলেও মিঠাইয়ের সাজ কিন্তু ছিল ছিমছাম। কানে বিশাল ঝুমকো, গলা ফাঁকা, হাতেও কোনও গয়নার নাম-গন্ধ নেই। খোলা চুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল আর কপালে ছোট্ট টিপ-এইভাবেই নিজেকে সাজালেন সৌমিতৃষা কুন্ডু।
View this post on Instagram
অঞ্জলি শেষে বন্ধুদের সঙ্গেও জমিয়ে আড্ডাও দিলেন সৌমিতৃষা। ঘনিষ্ঠ বন্ধু রিয়াজ মানে গাঁটছড়ার কুণাল এবং অভিনেতা সায়ক চক্রবর্তীর সঙ্গে একফ্রেমে সৌমিতৃষা। নায়িকা মিষ্টি ছবিতে মন্ত্রমুগ্ধ তার অনুরাগীরা।
View this post on Instagram
দুর্গাপুজোর দিনগুলো কাছের মানুষদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন সৌমিতৃষা। সপ্তমীর দিন মা-বাবা-কে নিয়ে মহাভোজ সারলেন অভিনেত্রী। তাঁর পুজোর লুকও একদম সাবেকি। শাড়িতেই সাজলেন তিনি।
View this post on Instagram
মেয়ের সঙ্গে লাঞ্চে গিয়ে খুশিতে ডগমগ সৌমিতৃষার বাবা-মা। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন নায়িকা।
View this post on Instagram
সপ্তমীর দিন রামধনু রঙা শাড়িতে সাজলেন সৌমিতৃষা। ঠাণ্ডা পানীয়র গ্লাস হাতে জমিয়ে পোজ দিলেন অভিনেত্রী।