মাছ ভাজার বদলে ফিশ চিপস, ভাতের বদলে কিং সাইজ পিজ্জা দিয়ে জামাই ষষ্ঠী সারলেন নীল তৃণা! এলাহী আয়োজন বসেছিল শহরের এক রেস্তোরায়
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। প্রত্যেক মাসেই কোনো না কোনো অনুষ্ঠান লেগে রয়েছে। তবে সামনে যে অনুষ্ঠান আসতে চলেছে সেটা আমার বাঙালিদের বড্ড বেশি পছন্দ জামাই ষষ্ঠী(Jamai Sasti)। সাধারণ মানুষ থেকে তারকা প্রত্যেকেই এই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করে থাকেন।
আসলে শ্বশুর বাড়ি গিয়ে জামাই আদর খাওয়ার মজাটাই আলাদা। যদিও বর্তমানে বৌমাদের কথা ভেবে বৌমা ষষ্ঠী ট্রেন্ড উঠেছে। তবে এবার বাংলা সিরিয়াল এরা অত্যন্ত জনপ্রিয় কাপল জামাইষষ্ঠীর আগেই প্রি জামাইষষ্ঠী সারলেন।
টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় কাপল তৃনা সাহা(Trina Saha) এবং নীল ভট্টাচার্য(Neel Bhattacharya)। দু’বছর আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভালোবেসে। এখনো সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। দীর্ঘ বছর প্রেম করার পর ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। তবে দুজনের জামাইষষ্ঠী দেখার জন্য মুখিয়ে থাকেন তাদের ভক্তরা। এবার এই সেলিব্রিটি কাপল অন্যরকমভাবে সারলেন তাদের জামাই ষষ্ঠী।
বিশেষ এই দিনটিতে নিজেদের মতন করে সেলিব্রেট করেছেন তারা। দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে তারা হাজির হয়েছিলেন প্রি জামাইষষ্ঠী এবং বৌমা ষষ্ঠী সেলিব্রেশানে। বাঙালি খাবারের পরিবর্তে এদিন নীল আর তৃণার পাত জুড়ে ছিল সাহেবি খানা। ২২ ইঞ্চির কাস্টমাইজ পিজ্জা। সেই সঙ্গে ছিল বিভিন্ন স্বাদের ফিশ ফিঙ্গার ,ফিশ এন্ড চিপস, বেকন র্যাপ পর্নস, স্টিম ইন মাক্স, গ্রিল চিকেন পেরি পেরি, ক্লাসিক গ্রিলস ফিসের ওসব কন্টিনেন্টাল ডিস। দুজনে চুটিয়ে উপভোগ করেছেন তাদের প্লিজ জামাইষষ্ঠী আর বৌমা ষষ্ঠী।