“খালি নাটকবাজি করে ফুটেজ খাওয়ার ধান্দা” – বিজয়া দশমীতে দেবী বরণ করার সময় মিডিয়ার ক্যামেরার সামনেই কেঁদেছেন সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি! আর তা দেখেই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়
সুদীপা চ্যাটার্জি, বর্তমানে বাংলা টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় নাম। তবে তিনি কোন অভিনেত্রী হিসেবে নয়। সুদীপা জনপ্রিয়তা পেয়েছেন নিজের সঞ্চালিকা সত্তার জন্য। নিজের সঞ্চালন আর মাধ্যমে মন জয় করেছেন দর্শকের। জি বাংলার রান্নাঘর নামক নন ফিকশন শো এর জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন সুদীপা। এই শো শুরু হওয়ার সময় থেকেই এর সাথে যুক্ত ছিলেন তিনি। আর এখনো তিনি একাধারে এই শো এর সঞ্চালনা করে যাচ্ছেন। মূলত তাঁর দক্ষতার ভিত্তিতেই আজকে এই জায়গায় এসে পৌঁছেছে শোটি। তবে কিছুদিন আগেই নিজের একটি বেখাপ্পা মন্তব্যের কারণে সমস্যায় পড়তে হয়েছিল সঞ্চলিকাকে। ডেলিভারি বয়দের নিয়ে একটি উদ্ভট মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সুদীপা। আর তার জন্যই সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই থাকে অহংকারী মহিলা বলে তকমা দিয়েছিলেন।
সম্পূর্ণ বিষয়টির জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই অনুরোধের কোন ফলাফলই হয়নি এরপর থেকেই সঞ্চালিকা কোন ছবি বা ভিডিও পোস্ট করলেই সেখানেই তাঁকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। নিজের শো নিয়েও বেশ কিছু কটাক্ষ শুনেছেন সঞ্চালিকা। এমনকি নিজের বুটিকের জন্য শাড়ি পড়ে প্রমোশন করার ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তেমনি আবারও দেবী বরণের সময় সুদীপাকে কাঁদতে দেখে কটাক্ষ করছে নেটপাড়া।
আমাদের সকলেরই জানা আজ থেকে ঠিক দুদিন আগেই ছিল বিজয়া দশমী। মহালয়ার পর থেকে দেবী দুর্গার আহবানের রেশ থাকে বাঙালির আশেপাশে। তারপরে ষষ্ঠীতে দেবীর বোধন থেকে দশমীতে বিসর্জন অবধি বেশ ভালই আনন্দে মেতে থাকেন বাঙালি। কিন্তু বুক ফেটে আসে তখন যখন দেবীবরনের পর মায়ের বিদায় নেওয়ার পালা। এই বিসর্জনের দিনের একটি ভিডিও দেখা গেল সুদীপার। যেখানে দেখা যাচ্ছে দেবীবরনের পর মিডিয়ার সামনেই কান্নায় ভেঙে পড়েছেন সঞ্চালিকা। এই ভিডিও থেকেই কটাক্ষ শুরু নেট মাধ্যমে।
সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কান্নাকাটি করাটা ভীষণ বিরক্তিকর মনে হয়েছে সাধারণের। রীতিমত ন্যাকামি ভন্ডামি বলে কটাক্ষ করেছেন তারা। একজন বলেছেন, “খালি নাটকবাজি করে ফুটেজ খাওয়ার ধান্দা।” অন্য একজন লিখেছেন, “ন্যাকামির শেষ নেই”। অন্য একজন লিখেছেন “যত্তসব ন্যাকামি”। সুতরাং এখান থেকে স্পষ্ট যে সঞ্চালিকা সুদিপার প্রতি মানুষের রাগ এখনো কমেনি। তাই সুদীপার যে কোন ফটো বা ভিডিওতেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা।