নাচে-গানে-তালে সৃজন-পর্ণা কাঁপালো জি বাংলার মঞ্চ, একটার পর একটা টলিউড- বলিউডের গানে করলো চোখ ধাঁধানো পারফরমেন্স
জি বাংলা(Zee Bangla)র অন্যতম জনপ্রিয় প্রয়াস জেলায় জেলায় জি বাংলা। যেখানে জি বাংলায় প্রচারিত ধারাবাহিকের তারকারা পৌঁছে যান সাধারণ মানুষের দোরগোড়ায়। বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষদের থেকে একেবারে কাছ থেকে প্রশংসা কুড়িয়ে আনেন।
তবে কিছু কিছু ক্ষেত্রে সেই সব তারকাদের কটাক্ষের মুখেও করতে হয়। নাচ গান আনন্দ হল পারফরম্যান্স সবকিছু মিলিয়ে জমজমাট হয় জেলায় জেলায় জি বাংলা। সেখানে তারকাদের দেখতে আসা সাধারণ মানুষের আনন্দ দিয়ে থাকেন আমার আপনার ধারাবাহিকের পছন্দের তারকারা। তেমনই বর্ধমানের এক মাঠে পৌঁছে গিয়েছিল জেলায় জেলায় জি বাংলা(Jelae Jela Zee Bangla)।
সেই সঙ্গে হাজির হয়েছিলেন নিম ফুলের মধু(Nim Phulwr Modhu) ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র পর্না এবং সৃজন। টলিউড বলিউডের অত্যন্ত জনপ্রিয় গানে কোমর দোলাতেও দেখা গিয়েছে তাদের। প্রসঙ্গত নাচের জগৎ থেকেই উঠে এসেছে রুবেল(Rubel Das)। স্বাভাবিকভাবেই তার নাচ অন্যদের থেকে একটু বেশি ভালো হবে তা বলার অপেক্ষা রাখে না। দেবের পাগলু ছবির বিখ্যাত গান লে পাগলু ডান্স গানে পাওয়ার প্যাক পারফর্মেন্স করতে গিয়েছে তাকে।
অন্যদিকে সবার আদরের পর্না ওরফে পল্লবী শর্মা(Pallavi Sharma) বঙ্গকন্যা রানীর এক জনপ্রিয় গানে নেচেছেন। আবার শেষে দুজনে মিলে একসঙ্গে পারফর্ম করেছেন। সব মিলিয়ে নাচে গানে আনন্দে বর্ধমানের মাঠ কাঁপিয়ে দিয়েছেন তারা দুজনে।