প্রথমে ভালো না লাগলেও এখন ভালো লাগে পুবের ময়না!পুবের ময়না দেখে বলছেন দর্শক!
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একাধিক ধারাবাহিক আসে একাধিক ধারাবাহিক শেষ হয়ে যায় এই সকল ধারাবাহিক গুলোর মধ্যে কিছু কিছু ধারাবাহিক দীর্ঘ সময় ধরে চলে, কিছু কিছু ধারাবাহিক আবার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। এখন এই সকল
ধারাবাহিক গুলির মধ্যে এমন কিছু কিছু ধারাবাহিক আছে যে ধারাবাহিকগুলো প্রথম থেকে শেষ অব্দি দর্শকের মন জয় করতে ব্যর্থ থাকে কিছু কিছু ধারাবাহিক থাকে যে সকল ধারাবাহিকগুলো কখনো কখনো কনসেপ্ট এর জন্য দর্শকের মনে জায়গা করে নেয় আবার এমন কিছু কনসেপ্ট আনে যেগুলো দর্শকের না পসন্দ, ফলে দর্শকের মন আবার উঠে যায়।
তবে কিছু কিছু ধারাবাহিক থাকে যেগুলি শুরুর দিকে বা প্রোমো দেখে দর্শকের মনে জায়গা করতে না পারলেও উত্তরোত্তর যত দিন যায় তত দর্শকের মনে একটা ভালো লাগার জায়গা করতে থাকে সেই সকল ধারাবাহিক গুলোর মধ্যে একটি ধারাবাহিক হলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পুবের ময়না, প্রথম দিকে প্রোমো দেখে মানুষের অতটা পছন্দ না হলেও পরে ময়না চরিত্র দেখে অনেকেই এই ধারাবাহিকের ফ্যান হয়ে গেছেন
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“স্টার জলসা ও জি বাংলার সব গুলি সিরিয়ালের মধ্যে এখন পর্যন্ত কোন সিরিয়াল টা আমার কাছে কেমন লাগে দেখা যাক- প্রথম থেকে এই পর্যন্ত সবছেয়ে বাজে, দেখতে চাইলেই ফালতু লাগে –
1.তুমি আশে পাশে থাকলে
2.ফুলকি
3.বধুয়া
প্রথমে ভালো লাগতো বর্তমানে ফালতু লাগে এখন যতই ভালো এপি হোক দেখতে ইচ্ছা হয়না-
1.জগদ্ধাত্রী
2.অনুরাগের ছোঁয়া
3.চিনি”
আরও পড়ুন : রোহিনীর কথায় শ্যামলীকে ভুলছে মন্দার!তবে কি মন্দারও রোহিনীর প্রতি দুর্বল হয়ে পড়ছে?
এরপর ওই দর্শক লেখে সেই ধারাবাহিকের কথা যেগুলো প্রথমে ভালো না লাগলেও এখন ভালো লাগে, “প্রথমে ভালো লাগতো না বর্তমানে ভালো লাগে-
1.পুবের ময়না
2.উড়ান
3.মিঠিঝোরা
মাঝে মধ্যে ভালো লাগে আবার খারাপও লাগে দুটো মিলিয়েই এগুলি-
1.তোমাদের রাণী
2.গীতা এল এল বি
3.কথা
4.নিম ফুলের মধু
5.রোশনাই
6.কোন গোপনে মন ভেসেছে
7.হরগৌরী পাইস হোটেল
প্রথম থেকে এই পর্যন্ত ভালো লাগছে-
1.কে প্রথম কাছে এসেছি
2.শুভ বিবাহ
3.ডাইমন্ড দিদি জিন্দাবাদ
4.মালাবদল
এটা শুধু মাত্র আমার নিজস্ব মতামত।।”