এইভাবে রোশনাইকে আরণ্যক অপমান না করলেও পারতো!-নার্সের আড়ালে রোশনাই জানতে পেরে পায়ের জুতো বলে অপমান করলো আরণ্যক!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রোশনাইতে অবশেষে হয়ে গেলো প্রোমো এপিসোড। নার্সের ছদ্মবেশে এতদিন যে রোশনাই আরণ্যককে সেবা করছিল এবং তার আশেপাশে ছিল তা সকলকে জানিয়ে দিল জাহ্নবী। জাহ্নবী রোশনাইকে বাড়ির সকলের সামনে দেখিয়ে দিলো আর চূড়ান্ত অপমানিত হলো রোশনাই।
নার্সের মাক্সের আড়ালে যে রোশনাই আছে সেটাই সকলের সামনে বার করে আনবে বলে ঠিক করে ফেলেছিলো জাহ্নবী আর সেই কারণে সে রোশনাই এর ঘরে শাড়ি দিয়ে আসে যাতে রোশনাই অঞ্জলী দিতে নীচে নেমে আসে।
রোশনাই শাড়ি পরে নেয় আর মাক্স পরে অঞ্জলী দেবে বলে জানিয়ে দেয় কিন্তু ঠাকুর মশায় বলেন যে, এইভাবে মাক্স পরে পুজো দেওয়া হবে না,তখন ছোটু রোশনাই কে বাঁচাতে চেষ্টা করে কিন্তু পারে না ,
শেষমেষ রোশনাই এর মাক্স টা খুলে দেয় জাহ্নবী।
আরও পড়ুন : পুবের ময়নার প্রোমো দেখে হাসছেন দর্শক! অনেকদিন পরে তেজিয়াল নায়িকাকে দেখে বেশ পছন্দ করেছেন দর্শক
আরণ্যক গরিমা সহ বাড়ির সবাই রোশনাই কে দেখে চমকে যায়। গরিমা, সুরঙ্গনা সহ চ্যাটার্জী বাড়ির
সবাই তো রীতিমতো রেগে যায় আর আরণ্যক সকলের সামনে বাড়ির সবার সামনে অপমান করতে থাকে রোশনাই কে
ছোটু যখন বলে দেয় যে গরিমার জন্য নয় একমাত্র রোশনাইয়ের পুজো দেওয়ার জন্য প্রার্থনা করার জন্যই আরণ্যকের জ্ঞান ফিরেছে তখন আরণ্যক বলে পায়ের জুতোকে মাথায় তুললে এই হয় কে তোমাকে অধিকার দিয়েছে আমার জন্য পুজো করার আমার জন্য পুজো করার জন্য আমার পরিবারের লোক আছে! রোশনাই তখন ভীষণ কষ্ট পায়। কিন্তু দর্শক বলে এইভাবে রোশনাইকে আরণ্যক অপমান না করলেও পারতো।