বাংলা সিরিয়াল

ক্রিকেট প্রশাসনেও শাসক দলের হস্তক্ষেপ, জুন মালিয়ার দিকে কটাক্ষ বার্তা ছুঁড়ে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

সিএবি-তে মেদিনীপুর ক্রীড়া সংস্থার প্রতিনিধি হলেন বিধায়ক জুন মালিয়া। সোমবার এই খবর সামনে আসতে তোলপাড় হয়ে গেল গোটা সোশ্যাল মিডিয়া। রাজনীতির ময়দান থেকে শুরু করে খেলাধুলা সিনেমা জগত সব জায়গাতেই তোলপাড় কান্ড। আর এই খবর সামনে আসার পরই অভিনেত্রী শ্রীলেখা মিত্র কটাক্ষ করলেন অভিনেত্রীকে। বলখেলা না বলের খেলা!’ তার পরেই স্বভাবসিদ্ধ রসিকতা, ‘গব্বো হচ্ছে আমার! আপনার কী হচ্ছে?’এই মন্তব্য করে কি বোঝাতে চাইলে অভিনেত্রী? এক সাক্ষাৎকারে অভিনেত্রীরা জানিয়েছেন ‘যা লিখেছি তার বাইরে কিচ্ছু বলব না। আমার ফেসবুক বন্ধুরা বুদ্ধিমান। যা বোঝার ঠিক বুঝে নিয়েছেন।’’

সোমবার ‘ক্রিয়েট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’ এর তরফ থেকে ৯১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, শহরের একটি সাত তারা হোটেলে। সেখানেই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পদ গ্রহণ করেন নতুন বোর্ড সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এই অনুষ্ঠানেই মেদিনীপুরের জেলা ক্রীড়া সংস্থার তরফে জেলাশাসকের প্রতিনিধিত্ব করলেন তারকা বিধায়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলীও দায়িত্ব গ্রহণের পর জুন মালিয়া জানান ‘‘শুরুতেই আমায় মনোনীত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলাশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা, এই দায়িত্বও যথাযথ ভাবে পালন করতে পারব। মেদিনীপুরের মহিলাদের জন্য বিশেষ পদক্ষেপ করার ইচ্ছে রয়েছে। যেমন, জঙ্গলমহল থেকে প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের তুলে আনার ওপর জোর দেব। অনেকেই খেলাধুলো নিয়ে দারুণ আগ্রহী। কিন্তু সুযোগ পান না। সবার আগে তাঁদের সাহায্য করার চেষ্টা করব।’’

Back to top button

Ad Blocker Detected!

Refresh