বাংলা সিরিয়াল

প্রোমো দেখে আরও একবার ভিজল দর্শকদের চোখ! সামনে এলো সারেগামাপা এর নতুন প্রোমো ভিডিও, কেকে কে ট্রিবিউট দেওয়া হলো গানের মঞ্চের তরফ থেকে

গত মাসে শুরু হয়ে গিয়েছে বাংলা রিয়েলিটি শো এর জগতের অন্যতম জনপ্রিয় এবং সেরা গানের অনুষ্ঠান সারেগামাপা। ইতিমধ্যেই অডিশন রাউন্ড পেরিয়ে মূল পর্বে পৌঁছে গিয়েছে একুশ জন প্রতিযোগী। সম্প্রতি জি বাংলার পক্ষ থেকে সামনে এলো সারেগামাপা নতুন একটি প্রমো ভিডিও। প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে কেকে-কে ট্রিবিউট দিচ্ছেন প্রতিযোগী, বিচারক আর মেন্টররা। সকলকেই কেকে র জনপ্রিয় গান ‘আশিয়ানা মেরা’, ‘তু যো মিলা’ গাইতে শোনা গিয়েছে। সঙ্গে মনোময়কে বলতে শোনা গেল, ‘সময়টা ছিল নব্বইয়ের দশক। ভারতের সংগীত জগত পেল এক নতুন কণ্ঠস্বর। আমাদের সবার প্রিয় কেকে। একজন শিল্পী সবসময় থেকে যান তার কাজের মাধ্যমে। তাই প্রিয় শিল্পী কেকেও থেকে যাবে স্মৃতিতে, গানে।’

প্রমো দেখে আবারো পুরনো স্মৃতিতে ভেসে গেলেন সকল নেটিজেনরা। আবারো চোখের কোনায় জল এসে পড়লো সকলের। প্রমো ভিডিওটি জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজের তরফ থেকে পোস্ট করা মাত্রই অসংখ্য দর্শকদের লাইক এবং কমেন্টসে ভরে গিয়েছে। অনেকেই আবার কেকে কে নিয়ে পুরনো স্মৃতিতে মজে উঠেছেন কমেন্ট বক্সে।

গত ৩১ শে মে কলকাতাতেই নজরুল মঞ্চে এক কলেজের ফেস্টে গান গাইতে হঠাৎ এ অসুস্থ হয়ে পড়েন তিনি। হোটেল থেকে হাসপাতালে নিয়ে যাবার সময় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর কত কোটি কোটি মানুষের চোখ থেকে জল বেরিয়েছে তার ঠিকানা নেই। মানুষ আজও ভুলতে পারিনি তাকে। কোনদিনও ভুলবেনও না। নিজের অসামান্য গানের মাধ্যমে সকলের মাঝে থেকে যাবেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

Back to top button

Ad Blocker Detected!

Refresh