‘মেয়েবেলা’ ধারাবাহিকের বীথি মিত্র ওরফে বরিষ্ঠ অভিনেত্রী রূপা গাঙ্গুলী পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন লাখ লাখ টাকা, পরিমাণ শুনে অবাক হবেন আপনারাও
টিআরপি তালিকায় ৬.১ নম্বর পেয়ে সপ্তম স্থানে অবস্থান করছে স্টার জলসার অন্যতম এক ধারাবাহিক ‘মেয়েবেলা’। চলতি বছরেরই জানুয়ারি মাসে প্রথম সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক, আর তারপরে খুব কম সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক দর্শকদের মনে। মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদেরকেও বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। মোহনা ওরফে মৌ-য়ের চরিত্রে দেখা যাচ্ছে স্বীকৃতি মজুমদারকে (Swikriti Majumdar)।
আর স্বীকৃতির বিপরীতে রয়েছেন অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal), যিনি চলতি মাসেই রাতারাতি হয়ে উঠেছেন ‘বং ক্রাশ’, পাল্লা দিচ্ছেন ‘মিঠাই’য়ের আদৃত রায়কেও। চারিদিকে কেবল দেখা গেছিল ডোডো দা’কে নিয়েই পোস্ট, কখনো ভিডিও কখনো তাঁর ছবি। সমস্ত সমাজ মাধ্যম ছেয়ে গিয়েছিল তাঁকে নিয়েই। আর এই ডোডো দা’র মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী। সিনেমা রাজনীতির পর নাম লিখিয়েছেন ধারাবাহিকেও।
আগেও তাঁকে দেখা গেছে নামকরা অনেক ধারাবাহিকে, ছিলেন ১৯৯৮-এর হিন্দি ‘মহাভারত’এও। তারপরে সিনেমা তো রয়েইছে। তিনি রাজ্যসভার প্রাক্তন সদস্যও বটে। সব মিলিয়ে বেশ জোরদার প্রোফাইল তৈরি করেছেন নিজের। আর অভিজ্ঞতার দিক থেকেও রূপা গাঙ্গুলী অন্যান্যদের থেকে অনেকটাই এগিয়ে, ধারাবাহিকে ডোডোর মা বীথির চরিত্রে আছেন তিনি। নারীকেন্দ্রিক এই ধারাবাহিকে বেশ উল্লেখযোগ্য চরিত্রেই অভিনয় করতে হচ্ছে তাঁকে।
আর সেই কারণেই পারিশ্রমিকও বেশ অনেকটাই বেশি। ওনার কাছে অনেক না মনেও হলেও সাধারণ মানুষের কাছে ১৫ দিনে নয় লক্ষ টাকা অনেক। ধারাবাহিকে তাঁর চরিত্রটাও নেতিবাচক। বৌমা মৌ-কে তার একদমই পছন্দ নয়, তাই তাকে ছেলের জীবন থেকে দূর করার চেষ্টা বারংবার করেছেন তিনি। আর তাই বেশ অপছন্দের এক চরিত্রে পরিণত হয়েছে বীথি মিত্র। আর সেকারণেই ১৫ দিনে নয় লক্ষ টাকা।