তেজের মাঝে সুধা সার্থকের ছায়া দেখতে পেয়েছে!শুভ বিবাহ ধারাবাহিকটি নিয়ে বলছেন দর্শক!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো শুভ বিবাহ। এই ধারাবাহিকে দেখা যায় যে,তেজ ও সুধার বিয়ের দিন ইমনের মা ঠাকুমার কাছে গিয়ে বলে যে, তেজ এখনও মনেপ্রাণে ইমনকেই ভালোবাসে, কিন্তু ঠিক সেই সময়েই চলে আসে নায়ক আর বলে, তেজ বসু মল্লিক বেইমান ও মিথ্যেবাদীদের কখনো ক্ষমা করে না।
অন্যদিকে বিয়ের আগেই প্রমাদ গুনতে থাকে সুধা। অন্যদিকে কনের বেশে সজ্জিত সুধার মন কোন এক অজানা ভয়ে অস্থির হতে থাকে। আসলে সে তো জানেই না তেজের উদ্দেশ্যে সে যে চিঠি লিখেছে সেই চিঠি বদলে দিয়েছে ইমন।
এরপর ধারাবাহিকে দেখা যায় যে, বিয়ের ঠিক আগেই সুধার অতীত জানতে পারে তেজ। সবটা জানার পরে স্বাভাবিক ভাবেই তেজ সুধাকে ভুল বোঝে এবং তাকে মিথ্যেবাদী ও ঠকবাজ বলে মনে করে।
এরপর যে সময় সুধাকে টানতে টানতে নিয়ে তেজ বিয়ের মন্ডপে চলে আসে ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটে যা দেখে বাকরুদ্ধ হয়ে যান দর্শক। আসলে সুধা কে ঠিক যেভাবে শক্ত করে ধরেছিল তেজ ঠিক সেই রকমই আচরণ করেছিল সুধার প্রাক্তন স্বামী। যে কারণে দুটো আচরণের মধ্যে সাদৃশ্য খুঁজে পাই সুধা আর তা দেখে মনে কষ্টে ভুগতে থাকেন দর্শক।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“আজকের এই দৃশ্যটা দেখে চোখের জল ধরে রাখতে পারি নি তেজ যখন সুধার বাহুডোর শক্ত করে ধরেছিল তখন সুধার আগের বরের দেওয়া অত্যাচারের কথা মনে পড়ছিলো।সুধা ভয়ে তেজকে বলছিলো আমাকে মারবেন না, মারবেন না
আরও পড়ুন : এই নতুন পার্বতীকে ভালোই লাগলো ঐ ন্যাকা পার্বতীর চেয়ে!-তুমি আশেপাশে দেখে বলছেন দর্শক!
সুধা এখনও প্রথম বরের দেওয়া কষ্ট গুলো ভুলতে পারেনি।ভেবেছিলো তেজ অন্তত তাকে কষ্ট দিবে না।এক সেকেন্ডের জন্য হলেও আজকে তেজের মাঝে সুধা সার্থকের ছায়া দেখতে পেয়েছে।”