সুধার ডিভোর্স নিয়ে নয়, তেজের রাগ সুধার মিথ্যে কথা বলা নিয়ে! শুভ বিবাহের আজকের পর্বে স্পষ্ট হয়ে গেল তেজের রাগের কারণ!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহতে দেখা যায় যে, ইমন যখন অন্ধকারের মধ্যে মুখ ঢেকে ঘরে ঢোকে তখন সুধা তাকে চোর ভেবে তার মাথায় আঘাত করে কিন্তু তেজের জন্য সে বেঁচে যায়।
ওদিকে ইমনকে তাড়া করতে গিয়ে সুধার পা কেটে যায়, সেটা দেখতে পেয়ে তেজ আবার ব্যতিব্যস্ত হয়ে ওঠে! একদিকে সে এই বিয়েটা মানে না অন্যদিকে সে সুধার এতোটুকু কষ্ট সহ্য করতে পারে না। কাল রাত্রিতে একে অন্যের মুখ দেখা মানা কিন্তু বৌয়ের পায়ে ওষুধ লাগাতে তো অসুবিধা নেই!তাই সে ওষুধ লাগিয়ে দেয়।
ওদিকে আড়াল থেকে এই দৃশ্য দেখে নেয় তড়িতা,সে পরের দিন সকলকে সেটা বললে গুরুদেব জানায় যে যেহেতু এরকম ঘটনা বা এই কাজ গর্হিত অপরাধ তাই তেজকে শাস্তি পেতে হবে।
অপরদিকে তেজের কনভারসেশনে দর্শক বর্তমানে বুঝতে পেরেছেন যে তেজের রাগ সুধার ডিভোর্স হওয়ায় নয়, সত্যি কথাটা তেজের থেকে লুকিয়ে যাওয়ায়। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“তেজ বসুমল্লিক মিথ্যা কে ঘৃণা করেন, এই কথাটা বার বার বলেছেন। আজকের এপিসোডে এটা স্পষ্ট হয়ে গেলো, তেজের এতো রাগারাগি কেনো!
বিয়ের পিড়িতে বসে এত বড় কথা তা জানতে পারলে এমনি reactions তো হবেই।
এটাই নরমাল behaviour.
সুধার ডিভোর্স নিয়ে একটা কথাও বলেনি
“সুধাকে আমি পছন্দ করেছিলাম – মনে হয়েছিল উনি সবার থেকে আলাদা
কিন্তু যে মানুষটা বারবার সততার প্রমান দিয়েছেন ,
তিনি এতো বড়ো মিথ্যে বললেন কি করে ? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না “ ”
ঐ দর্শক আরো লিখেছেন যে,“ সুধার মুখ উনি দেখতে চান না, তবে পদ সেবা তো করতেই পারেন,
মানবিকতার খাতিরে তেজ বসুমল্লিক শুধু মাত্র মানবিকতার খাতিরে বউ এর পদ সেবা করলেন!
ব্যাক গ্রাউন্ড মিউজিক টা
তোমার এমনি আসা, এমনি যাওয়া,
এমনি হাজার ছল, সাজিয়েছো যেনো
তোমার এমনি খেলা, খেয়াল খুশি,
করছে কোলাহল, থামেনি এখনো
Brilliant episode
কালকের অপেক্ষায়”