নিজের গলার কাঁটার প্রতি খুবই সজাগ তেজ!নিজে যা খুশি বলুক,কিন্তু ওই কাঁটার দিকে কেউ যেন আঙুল না তুলতে পারে-শুভ বিবাহ দেখে বলছেন দর্শক
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল শুভ বিবাহ। এই ধারাবাহিকে দেখা যায় যে, সুধাময়ীকে সামনে খানে পেলে অপমানে অপমানে ক্ষতবিক্ষত করে দেয় তেজ। সবসময় বলে যে, এই সুধাময়ী তাকে ঠকিয়ে বিয়ে করেছে এবং তার গলায় কাটার
মতো বেঁধে আছে, কিন্তু সে নিজে তাকে যতই অপমান করুক না কেন পরিবারের অন্য কেউ যদি তার বিরুদ্ধে কোন কথা বলে তখন রুখে দাঁড়ায় তেজ নিজে। বর্তমানের পর্বগুলোতে ঠিক যেমনটা দেখানো হচ্ছে। ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, তেজকে বাঁচাতে সুধা নিয়মের বেড়াজাল ভেঙে বাড়ির বাইরে বেরিয়ে ছিলো।
যেখানে অনুমতি ছাড়া বাড়ির বাইরেই বেরোনো যাবে না সেখানে নিয়ম লঙ্ঘন করে গুন্ডাদের সাথে লড়াই করে মারাত্মক বড় ভুল করেছে সুধা কিন্তু এই ভুল না করলে তেজ বাঁচতো না, সে কথা সকলের সামনে চড়া গলায় বললো তেজ নিজে। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে“বসুমল্লিক পরিবারের নিয়ম বসুমল্লিক পরিবারের অহংকার সেই বসুমল্লিক পরিবারের বউমা ওই গুণ্ডাদের সাথে লড়াই করল! নিয়ম লঙ্ঘন করলো!
অনুমতি ছাড়া তারা বাড়ির বাইরে বেরোতে পারে না, আর এ তো লড়াই করলো! নিয়মএর বেড়জালে ভেসে থাকলে, ওনার অহঙ্কার, ওনার তেজ এর কী পরিণতি হতো সেটা ভেবে দেখেছেন কি, কাননবালা দেবী! ছোটকাকা আর সুধাময়ী এই দুইজনেই এই বসুমল্লিক পরিবার কে নিয়ম, কানুন, গোড়ামির বেড়াজাল থেকে মুক্ত করতে। সময় লাগবে, কিন্তু করবেই!”
ঐ দর্শকের আরও বক্তব্য এই যে, “আমি যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি সবটা হয়েছে সুধার জন্য!!গুন্ডাদের হাত থেকে উনি আমাকে বাঁচিয়েছেন, নিজের প্রানের পরোয়া করেননি।” তেজ বাবু তেজ বাবু, প্রতিবারের মতোও এইবারও নিজের স্ত্রীর
থুরি গলার কাঁটা কে বাঁচাবার আপ্রাণ প্রয়াস! সত্যি কথাই বললেন। নিজের গলার কাঁটার প্রতি খুবই সজাগ উনি, নিজে যা খুশি বলতে পারে, কিন্তু ওই কাঁটার দিকে কেউ যেন আঙুল ও না তুলতে পারে!! ঘেঁটে ঘ দেখতে থাকুন শুভবিবাহ
টিভিতে —”