বাংলা সিরিয়াল

সৌমিত্রিশা কে হারিয়ে দিলো ‘মিঠাই’-এর ‘তোর্সা’! তন্বী লাহা রায় এ বার বড়পর্দায়! খুব শীঘ্রই অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিকের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে

আবারও বড় পর্দায় দেখা যেতে চলেছে মিঠাই এর জনপ্রিয় অভিনেত্রী তন্নী লাহা রায় কে। যাকে আমরা মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের বড় জা তোর্সার ভূমিকায় অভিনয় করতে দেখতে পাই। এর আগেও রাজা চন্দ্র পরিচালিত ‘আজব প্রেমের গল্প’ ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং বনি সেনগুপ্তের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তন্বী কে। যদিও করোনাকালীন পরিস্থিতি থাকার কারণে ছবিটি হলে মুক্তি পায়নি। OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। তবে আবারো তন্বীর কাছে বড় পর্দায় অভিনয় করার সুযোগ এসে গেল।

সৌমজিৎ আদকের নতুন ছবি ‘হৃদয়পুর’-এ অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক এর সাথে তাকেও দেখা যেতে চলেছে। ছবিতে তন্নীর চরিত্রের নাম মধুমিতা, সংক্ষেপে মধু। ত্রিকোণ প্রেমের একটি গল্প নিয়ে আসছে আগামী ছবি। ছোটপর্দা থেকে একের পর এক অভিনেত্রীরা সুযোগ পাচ্ছেন বড়পর্দায়। কিন্তু নায়করা কেনো সুযোগ পাচ্ছে না এই প্রশ্ন করা হয় তন্বী কে তখন অভিনেত্রী হেসে উত্তর দেন ‘‘ছোটপর্দা নারীপ্রধান। ধারাবাহিকের কেন্দ্রেও মহিলা চরিত্র। তাকে কেন্দ্র করেই গল্প এগোয়। তারই সুফল এটা!’’

ছোট পর্দা এবং বড় পর্দা সমানভাবে ব্যালেন্স করে চলছেন তন্বী। দু দিকটাই সমানভাবে সামলাচ্ছেন। তিনি জানি যে এই মাসে পুরোটাই শুটিং হবে। কারণ এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ শুট হওয়া বাকি। দুই দিক অভিনেত্রী কিভাবে সামলাচ্ছেন সেই প্রশ্ন করাতে অভিনেত্রী জবাব দেন ‘‘টিআরপি-তে সাময়িক পিছিয়ে পড়া। মিঠাইয়ের বুকে গুলি লাগা। দুইয়ে মিলে এই গুঞ্জন ছড়িয়েছিল। সবটাই ভুয়ো রটনা। ধারাবাহিক শেষ হচ্ছে না। ছবির শ্যুটও চলছে। সে ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। ফলে, অসুবিধে হচ্ছে না।’’ পাশাপাশি অভিনেত্রী পরিচালক কৃশানু কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তাকে এরকম সহযোগিতা করার জন্য।

Back to top button

Ad Blocker Detected!

Refresh