বাংলা সিরিয়াল

“যতই শরীর খারাপ হোক জ্বর হোক আমাদের পেশায় ছুটি বলে কিছু হয় না,” সাক্ষাৎকারে দুঃখ প্রকাশ করলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা মজুমদার

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকে দীপার সৎ মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মল্লিকা মজুমদার। ধারাবাহিকে তার চরিত্রের দুটি দিক রয়েছে। একদিকে তিনি যেমন বেশি মজার একজন মানুষ অন্যদিকে তার চরিত্রটি দুষ্টু দিক রয়েছে। দিপাকে সে একেবারেই সহ্য করতে পারে না, সবসময় তার ক্ষতি করতে চায়। কিন্তু সে যতই দীপাকে ক্ষতি করতে চায় তার দুষ্টুমি গুলো কিন্তু খুব মজারই হয়। দর্শকরা তার চরিত্রটি বেশ এনজয় করেন। দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক যখন আমরা দেখতে থাকি তখন ধারাবাহিকের প্রতিটি সদস্যই আমাদের পরিবারের মত হয়ে ওঠে। এবার সাক্ষাৎকারে অভিনেত্রী মল্লিকা মজুমদার জানালেন নিজের কথা।

এক বছর পার করে ফেলল অনুরাগের ছোঁয়া। সেই প্রসঙ্গে মল্লিকা মজুমদার বললেন, ‘যে কোনও জিনিসেরই এক বছর হওয়া মানেই একটা বিশাল বড় ব্যাপার। একের পর ২,৩,৪,৫ সব আসে। কিন্তু আসলে ১টা অদ্বিতীয়, সেটার তুলনা হয় না।’ তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ‘এতগুলো দিন ধরে এতগুলো মানুষ একসঙ্গে পথ চলছি, এটা এক্সাইটিং। আবার আমার চরিত্র হিসেবে চ্যালেঞ্জিংও বটে!’ অন্যদিকে আমরা অনস্ক্রিন যেমন দেখতে পাই তিনি তার মেয়ের ক্ষতি করছে সব সময় খারাপ চাইছে কিন্তু অস কিন্তু এই ব্যাপারটা একেবারেই হয় না সকলেই একটি পরিবারের মত হয়ে ওঠে অনেকদিন একসাথে কাজ করতে করতে এই বিষয়ে তার কি মতামত এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের জীবনের বেশির ভাগ সময়টা এখানে কাটাই।

দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা এখানে থাকি আর বাকি ৪ ঘণ্টা বাড়িতে থাকি। তাই ২০ ঘণ্টার জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের কাছে খুব জরুরি। সেখানে রাগ, কান্না, অভিমান, খারাপ লাগা, ভালো লাগা সব আছে। কিন্তু একই সঙ্গে প্রেম ভরপুর আছে।’

তবে এই যে টানা ২০ ঘণ্টা কাজ চলে ক্লান্ত লাগে না? এই বিষয়ে তিনি জানালেন ‘সেখানে ক্লান্তি নেই, বরং বললেন, ‘১০২-১০৩ জ্বর নিয়ে শ্যুটিং করি। পা ব্যথা, তবুও খোঁড়াতে খোঁড়াতে শট দিতে গিয়েছি। শট দেওয়ার পরই চেয়ারে বসে পড়েছি। কারণ আমাদের তো ছুটি নেই। আর এই জড়িয়ে পড়াটা কেবল এখানে, এই পেশাতেই সম্ভব।’

Back to top button

Ad Blocker Detected!

Refresh