বাংলা সিরিয়াল

মিঠাই ভক্তরা কাঁদছে TRP দেখে! মিঠাই কে প্রচুর নিচে ফেলে আবার‌ও বঙ্গ সেরা হল ধুলোকণা, চমকপ্রদ টিআরপি পেয়েছে বোধিসত্ত্বের বোধবুদ্ধি আর উড়নতুবড়ি

মিঠাই দর্শকরা ভেবেছিলেন এইবার মিঠাই তার পুরনো আসন ফিরে পাবে এবং বেঙ্গল টপার হবে, কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিল স্টার জলসার ধুলোকণা ধারাবাহিক। টি আর পি তালিকা বেরোলে দেখা গেল এইবার‌ও বঙ্গ টপার হয়েছে ‘ধুলোকণা’-৮.৪ টিআরপি পেয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে মিঠাই বঙ্গ টপারের আসন থেকে ছিটকে গেলেও টপ ফাইভে এখনো রয়েছে। বাংলার সেরা ধারাবাহিকের মধ্যে চতুর্থ স্থান ধরে রেখেছে মিঠাই। মিঠাইয়ের সাথে যৌথভাবে চতুর্থ হয়েছে গাঁটছড়া ও আলতা ফড়িং। সব থেকে চমকপ্রদ টিআরপি পেয়েছে বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, শুরুর সপ্তাহে রাত দশটার স্লটে বাচ্চাদের বিষয় নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিক ৬.০ টিআরপি পেয়েছে যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তবে মিঠাই বঙ্গ সেরার আসন হারালেও সার্বিক টিআরপি পর্যালোচনা করলে দেখা যায় জি বাংলা স্টার জলসার থেকে টিআরপির বিচারে অনেক এগিয়ে। গুড্ডি, গাঁটছড়া, ধুলোকণা আর অনুরাগের ছোঁয়া এই চারটি স্লট ছাড়া অন্যান্য সকল স্লটে লিড করেছে জি বাংলা।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ১৩ জুলাই বৃহস্পতিবারের টিআরপি- এই সপ্তাহের বাংলার সেরা ৫ –

প্রথম।ধুলোকণা -৮.৪(বঙ্গসেরা)
দ্বিতীয়।লক্ষ্মী কাকিমা সুপারস্টার-৭.৭)
তৃতীয়। গৌরী এলো-(৭.৩)
৪র্থ। মিঠাই/গাঁটছড়া/আলতা ফড়িং (৭.২)
৫ম। অনুরাগের ছোঁয়া (৬.৫)

বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০)(OPENING TRP)

টি আর পির সম্পূর্ণ তালিকা-
5:00 PM : খেলাঘর (১.৭)
5:30 PM : গুড্ডি (৩.০) | দিদি No.1 S9 (২.৮)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৫) | পিলু (৪.৩)
6:30 PM : সাহেবের চিঠি (৩.৭) | খেলনা বাড়ি (৫.৩)
7:00 PM : গাঁটছড়া (৭.২) | উমা (৬.০)
7:30 PM : আলতা ফড়িং (৭.২) | গৌরী এলো (৭.৩)
8:00 PM : ধুলোকণা (৮.৪)। মিঠাই (৭.২)
8:30 PM : মন ফাগুন (৬.১) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)
9:00 PM : আয় তবে সহচরী (৫.৩) | এই পথ যদি না শেষ হয় (৫.৯)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৫) | লালকুঠি (৫.৩)
10:00 PM : গঙ্গারাম (৩.৮) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০) (OPENING)
10:30 PM : বৌমা একঘর (২.৮) | উড়ন তুবড়ি (৪.৫)
11:00 PM : জয় গোপাল (১.৭) | শিশু ভোলানাথ (২.৫)

এছাড়া নন ফিকশন শোয়ের মধ্যে –
রান্নাঘর ১.২,
সা রে গা মা পা ৫.৮,
দিদি No.1 (রবিবার)৬.০
Ismart Jodi ৩.৮ রেটিং

Back to top button

Ad Blocker Detected!

Refresh