বাংলা সিরিয়াল

৫৬ বারের বার বঙ্গ সেরা মিঠাই! হেরে গেলো নবাব নন্দিনী, TRP কমলো গাঁটছড়ার আর স্লট ফিরে পেল গোধূলি আলাপ, আয় তবে সহচরী!

প্রতি সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার দর্শকদের নজর থাকে টিআরপির দিকে। এইবারও তার অন্যথা হয়নি। এই সপ্তাহের টিআরপি লিস্ট অনুযায়ী দেখা যায় যে, আবার‌ও বঙ্গ সেরার আসন লাভ করেছে মিঠাই ধারাবাহিক। অন্যদিকে তিন জোড়া হানিমুন পর্ব দেখিয়েও টিআরপি কমে গিয়েছে গাঁটছড়ার, যদিও সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। সব থেকে চাঞ্চল্যকর বিষয় হলো ‘আয় তবে সহচরী’ আর ‘গোধূলি আলাপ’ স্লট ফিরে পেয়েছে।

চলুন এক নজরে দেখা যাক এই সপ্তাহে সেরা ৫ হল কোন ধারাবাহিক –
১। মিঠাই- ৮.৩ (বঙ্গ সেরা)
২। গৌরী এলো- ৭.৯
৩। আলতা ফড়িং- ৭.৫
৪। গাঁটছড়া- ৭.৪
৫। লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.১

সম্পূর্ণ টি আর পি তালিকা –
5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (৩.৪) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : নবাব নন্দিনী (৪.০) | পিলু (৪.৪)
6:30 PM : সাহেবের চিঠি (৫.১) | খেলনা বাড়ি (৫.৫)
7:00 PM : গাঁটছড়া (৭.৪) | উমা (৬.৪)
7:30 PM : আলতা ফড়িং (৭.৫) | গৌরী এলো (৭.৯)
8:00 PM : ধুলোকণা (৬.৭) | মিঠাই (৮.৩)
8:30 PM : মন ফাগুন (৬.৩) [Last Week] | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.১)
9:00 PM : এক্কা দোক্কা (৫.৩) | এই পথ যদি না শেষ হয় (৫.৬)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৩) | লালকুঠি (৪.৮)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৬) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.৫)
10:30 PM : গোধূলি আলাপ (৩.৬) | উড়ন তুবড়ি (৩.৪)
11:00 PM : সাহেবের চিঠি (১.৮) [Repeat] | শিশু ভোলানাথ (২.১)

NON FICTION শো-
রান্নাঘর (১.৩)
সা রে গা মা পা (৬.০)
দিদি No.1 (সানডে ধামাকা) (৫.৯)
Dance Dance Junior (৪.৪)
জন্মাষ্টমী স্পেশাল (৪.১)

Back to top button

Ad Blocker Detected!

Refresh