জগদ্ধাত্রীকে হারিয়ে বঙ্গসেরা অনুরাগের ছোঁয়া! হাড্ডাহাড্ডি লড়াই গৌরী এলো,নিম ফুলের মধু, খেলনা বাড়ির মধ্যে!
একটি ধারাবাহিক কত দিন চলবে তা নির্ভর করে সেই ধারাবাহিকের টিআরপির ওপর! ধারাবাহিকের টিআরপি যদি বেশি থাকে তাহলে সেই ধারাবাহিক দীর্ঘ সময় পর্যন্ত চলে, অন্যদিকে ধারাবাহিকের টিআরপি যদি কম থাকে তাহলে একটা সময়ের পর আস্তে আস্তে সেই ধারাবাহিক শেষ হয়ে যায়। বৌমা এক ঘর, সাহেবের চিঠির মত ধারাবাহিকগুলি টিআরপির অভাবেই আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এই সপ্তাহে টিআরপির মধ্যে দেখা যায় স্টার জলসার অলটাইম স্লট লিডার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া বঙ্গ সেরা হয়েছে আর দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী।
অন্যদিকে নিম ফুলের মধুতে এখন নিত্যনতুন ট্র্যাক দেখানো হচ্ছে, কখনো দেখা যাচ্ছে পর্না বোম ডিফিউজ করছে, কখনো আবার দেখা যাচ্ছে পর্না দত্তবাড়ি সব মেয়েদের নিয়ে নাচ শুরু করে দিয়েছে- এইভাবে ছকে বাঁধা নিয়ম ভাঙতে ভাঙতে নিম ফুলের মধু ও টিআরপি লিস্টে ভালো ফলাফল করেছে, সেই তুলনায় পিছিয়ে পড়েছে বাংলা মিডিয়াম। অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে আততায়ীদের হাত থেকে গুগলিকে উদ্ধার করে টিআরপিতে বাজিমাত করেছে খেলনা বাড়িও।
এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক-
১ম। অনুরাগে ছোঁয়া (৮.৮) TOPPER
২য়। জগদ্ধাত্রী (৮.৬)
৩য় । গৌরী এলো (৮.০)
৪র্থ। নিম ফুলের মধু (৭.৮)
৫ম । খেলনা বাড়ি (৭.৫)
OPENING SLOT-
মেয়েবেলা (৬.৩)
পুরো টি আর পি তালিকা –
: গুড্ডি (৩.৬) | দিদি No.1 S9 (২.৯)
: নবাব নন্দিনী (৪.৭) | মিঠাই (৫.৮)
: আলতা ফড়িং (৪.৯) | খেলনা বাড়ি (৭.৫)
: গাঁটছড়া (৬.২) | জগদ্ধাত্রী (৮.৬)
: মেয়েবেলা (৬.৩) [Opening] | গৌরী এলো (৮.০)
: বাংলা মিডিয়াম (৭.১) | নিম ফুলের মধু (৭.৮)
: পঞ্চমী (৭.১) | রাঙা বউ (৬.৯)
: এক্কা দোক্কা (৬.৮) | সোহাগ জল (৫.৮)
: অনুরাগের ছোঁয়া (৮.৮) | তোমার খোলা হাওয়া (৪.৩)
: হরগৌরী পাইস হোটেল (৫.৭) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৩.২) [Last Week]
: গোধূলি আলাপ (৩.১) | মন দিতে চাই (২.৯)
: রাধাকৃষ্ণ (১.৮) | শ্রীকৃষ্ণ লীলা (২.০)
NON FICTION শো এর টি আর পি
ঘরে ঘরে জি বাংলা (১.১)
সা রে গা মা পা (৫.৯)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.২)
Super Singer S4 (৩.৮)