‘মিঠাই কে খুঁজে পাওয়া যাচ্ছেনা টিআরপি তালিকায়’! বঙ্গ সেরার আসনের সাথে স্লট টুকুও হারালো মিঠাই! গাঁটছড়া বেঙ্গল টপার, সেরা ৩ এ উঠে এলো ধুলোকনা! অন্যদিকে খেলনা বাড়িকে হারিয়ে একাই স্লট লিড করলো সাহেবের চিঠি
যখন কোনো চ্যানেলে কোনো ধারাবাহিক চলে তখন সেই ধারাবাহিকের জনপ্রিয়তা নির্ভর করে টিআরপির ওপর। কোনো ধারাবাহিকের টিআরপি কেমন তার ওপর সেই ধারাবাহিকের জনপ্রিয়তা নির্ভর করে। ধারাবাহিকটি কীরকম টিআরপি পাবে সেটা নির্ভর করে কত মানুষ এই ধারাবাহিক দেখেন তার ওপর। তবে সব সময় সমস্ত ধারাবাহিক-কে টিআরপির নিরিখে আবার বিচার করা যায় না, যেমন লালকুঠি, পান্ডব গোয়েন্দা-র মত কিছু ধারাবাহিক যেগুলো টিআরপি ততখানি বেশি না পেলেও জনপ্রিয়তার নিরিখে বেশ উল্লেখযোগ্য- গতে বাঁধা, ছকে বাঁধা ধারাবাহিকের তুলনায় এগুলি আলাদা। এই সপ্তাহের টিআরপিও বেশ উল্লেখযোগ্য কারণ এই সপ্তাহের টিআরপিতে অনেক কিছু ওলট-পালট হয়ে গেছে।
গত সপ্তাহের মতো এইবারও টিআরপি তালিকা দেখলে বোঝা যায়- মিঠাইকে ধরাশায়ী করে গাঁটছড়া হয়েছে বেঙ্গল টপার। অন্যদিকে ধুলোকণা মিঠাইয়ের থেকে স্লট ছিনিয়ে নিয়েছে। গত সপ্তাহে যৌথভাবে স্লট লিডার হওয়ার পরে এই সপ্তাহে স্লট ছিনিয়ে নিয়ে একাই স্লটলিড করছে সাহেবের চিঠি। অন্যদিকে স্টার জলসার রূপকথার ধারাবাহিক বিক্রম বেতাল প্রথম সপ্তাহে ভালোই টিআরপি পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক।
বঙ্গসেরা ৫ ধারাবাহিক-
১ম। গাঁটছড়া ৮.৪(বঙ্গ সেরা)
২য়। আলতা ফড়িং ৭.৮
৩য়। ধুলোকনা ৭.৬
৪র্থ। গৌরী এলো ৭.৩
৫ম। মিঠাই ৬.৬
বিক্রম বেতাল – ১.৩ (ওপেনিং)
পুরো টিআরপি তালিকা-
5:00 PM- বিক্রম বেতাল (১.৩) [OPENING]
5:30 PM- গুড্ডি (৩.৬) | দিদি No.1 S9 (২.৬)
6:00 PM- নবাব নন্দিনী (৪.৬) | পিলু (৪.৩)
6:30 PM- সাহেবের চিঠি (৬.২) | খেলনা বাড়ি (৫.৯)
7:00 PM- গাঁটছড়া (৮.৪)(বেঙ্গল টপার) | জগদ্ধাত্রী (৬.৪)
7:30 PM- আলতা ফড়িং (৭.৮) | গৌরী এলো (৭.৩)
8:00 PM – ধুলোকণা (৭.৬) | মিঠাই (৬.৬)
8:30 PM – মাধবীলতা (৫.৭) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
9:00 PM – এক্কা দোক্কা (৫.০) | এই পথ যদি না শেষ হয় (৫.১)
9:30 PM – অনুরাগের ছোঁয়া (৬.৪) | লালকুঠি (৪.৪)
10:00 PM – আয় তবে সহচরী (৪.৭) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.০)
10:30 PM – গোধূলি আলাপ (৩.৪) | উড়ন তুবড়ি (৩.৫)
11:00 PM – রাধাকৃষ্ণ (১.৬) | শিশু ভোলানাথ (২.০)
NON FICTION শো –
রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৫.৫)
দিদি No.1 (সানডে ধামাকা) (৫.৯)
Dance Dance Junior (৩.৫)