হেরে গেল জগদ্ধাত্রী বঙ্গ সেরার মুকুট দিয়ে উঠলো অনুরাগের ছোঁয়ার মাথায়! অন্যদিকে টিআরপি বাড়াচ্ছে গাঁটছড়া! অন্যান্য ধারাবাহিক গুলির অবস্থান কোথায় চলুন জেনে নিই!
আগে একটা সময় একটা ধারাবাহিক বহু বছর ধরে চলতো প্রায় এক একটা প্রজন্ম ছোট থেকে বড় হওয়া অবধি একটা ধারাবাহিক দেখে বড় হতো। পাঁচ ছয় বছর ধরে এক একটা ধারাবাহিক চলত। পরে সেই সময়ের সংখ্যা কমে আসে এক একটা ধারাবাহিক তিন বছর করে চলতো। এরপর এমন সময় এল যে এক একটা ধারাবাহিক দু বছরের বেশি আর চলে না। আর বর্তমানে এক একটা ধারাবাহিক 200 পর্ব 300 পর্ব হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। এই যে ধারাবাহিকের সময় পর্ব আস্তে আস্তে কমছে এর পিছনে কিন্তু একটাই কারণ আছে তা হলো ধারাবাহিকের টিআরপি।
যে ধারাবাহিক যত বেশি টিআরপি ধরে রাখতে পারে সেই ধারাবাহিক তত বেশি সময় ধরে রাজত্ব করতে সক্ষম হয়। যেমন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া প্রথম থেকে বরাবর স্লটলিড করেছে, বর্তমানে দেখা যাচ্ছে এই ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে। অন্যদিকে প্রচুর সমালোচিত হয়েও নিম ফুলের মধু বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের তালিকায় নিজের নাম রাখতে সক্ষম হয়েছে। ভালো ফল করেছে বাংলা মিডিয়ামেও। চলুন দেখে নেওয়া যাক বঙ্গ সেরা পাঁচটা ধারাবাহিক কী কী?
বঙ্গ সেরা ৫ ধারাবাহিক-
১ম। অনুরাগের ছোঁয়া ৯.৫ (BENGAL TOPPER) (বঙ্গ সেরা)
২য়। জগদ্ধাত্রী ৮.৮
৩য় । গৌরী এলো ৮.০
৪র্থ । খেলনা বাড়ি ৭.৮
৫ম । নিম ফুলের মধু / বাংলা মিডিয়াম ৭.৬
পুরো টি আর পি তালিকা –
গুড্ডি (৪.১) | দিদি No.1 S9 (৩.৬)
নবাব নন্দিনী (৫.১) | মিঠাই (৬.৫)
সাহেবের চিঠি (৫.৯) | খেলনা বাড়ি (৭.৮)
গাঁটছড়া (৭.০) | জগদ্ধাত্রী (৮.৮)
আলতা ফড়িং (৭.০) | গৌরী এলো (৮.০)
বাংলা মিডিয়াম (৭.৬) | নিম ফুলের মধু (৭.৬)
পঞ্চমী (৭.২) | রাঙা বউ (৭.২)
এক্কা দোক্কা (৬.৯) | সোহাগ জল (৫.৯)
অনুরাগের ছোঁয়া (৯.৫) | তোমার খোলা হাওয়া (৪.২)
হরগৌরী পাইস হোটেল (৫.৯) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৩.২)
গোধূলি আলাপ (৩.২) | মন দিতে চাই (৩.২)
রাধাকৃষ্ণ (১.৮) | শ্রীকৃষ্ণ লীলা (২.৪) [Opening]
NON FICTION শো এর টি আর পি –
ঘরে ঘরে জি বাংলা (১.৩)
সা রে গা মা পা (৫.৩)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৮)
Super Singer S4 (৩.৯) [Opening]