‘ওইটুকু জলে কেউ ডোবে না’! গোড়ালি সমান জলে উমাকে বাঁচানোর দৃশ্য দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, তীব্র ট্রোলের মুখোমুখি ‘উমা’ ধারাবাহিকটি
একসময় সম্প্রচার শুরু হওয়ার পর বেশ জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছিল জি বাংলার ‘উমা’ ধারাবাহিকটি। তবে একজন মহিলা ক্রিকেটারের সংগ্রামের কাহিনী দিয়ে ধারাবাহিকের গল্প শুরু হলেও বর্তমানে ক্রমাগত ধারাবাহিকের নেতিবাচক চরিত্রের নানারকম কাণ্ডকারখানা দেখতে পাচ্ছেন দর্শকরা।
যে কারণে ক্রমাগত কমছে ধারাবাহিকের জনপ্রিয়তা। এবার আরও একবার ধারাবাহিকের নতুন পর্বটিকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হল সোশ্যাল মিডিয়ায় দর্শকদের কাছে। কারণ এদিন ধারাবাহিকের গল্প অনুযায়ী দর্শকরা দেখতে পেয়েছেন সমুদ্রে ডুবে যাওয়ার হাত থেকে উমাকে বাঁচিয়েছে ধারাবাহিকের নায়ক অভি। কিন্তু সেই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেট দুনিয়ার বাসিন্দারা জানিয়েছেন ওইটুকু জলে একটা বাচ্চা মেয়েও ডুববে না।
রীতিমতো গোড়ালি সমান জল থেকে অভি যেভাবে উমাকে বাঁচিয়েছে তা অবাস্তব দৃশ্য বলে দাগিয়ে দিয়েছেন দর্শকেরা। তারা জানিয়েছেন সমুদ্রে ডুবে যাওয়ার এমন দৃশ্য হাসির উদ্রেক ছাড়া আর কিছু করেনি। পাশাপাশি ইতিমধ্যেই ধারাবাহিক বন্ধের দাবি করতে দেখা গেছে নেটিজেনদের একটি বড় অংশকে। কারণ হিসেবে তারা জানিয়েছেন যে ভাবে কোনো গল্প ছাড়াই ক্রমাগত টানা হচ্ছে ধারাবাহিকের গল্পকে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। দর্শকদের দাবি মেনে নির্মাতারা এবার গল্পে কোনো বদল আনেন কিনা, সেটাই দেখার।