উড়ানের প্রথম এপি দেখে হতাশ হলাম! উড়ান দেখে কী রিভিউ দিলেন দর্শক!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘উড়ান’। এই ধারাবাহিকে দেখা যায় যে, পূজারিণী এবং মহারাজের গল্প। মহারাজ এমন একজন ছেলে, যে আগে অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিলো, কিন্তু একটা সময় পর তল্লাটের সব থেকে ব্রিলিয়ান্ট ছেলে মহারাজ মদের প্রতি আসক্ত হয়ে ওঠে।
মহারাজের এইরকম অবস্থা দেখে যখন পূজারিণী থেকে শুরু করে সকলে মুখ ঘুরিয়ে নিচ্ছে তখন তল্লাটের সব থেকে প্রবীণ ব্যক্তি বলেন যে মহারাজের যেন সুবুদ্ধি হয়। মহারাজ মদের প্রতি আসক্ত হলে কী হবে?ব্যক্তিগতভাবে সে প্রচন্ড উপকারী মানসিকতার একজন মানুষ। কারোর কোনো সমস্যা হলে কারোর কোনো বিপদ হলে সে ঝাঁপিয়ে পড়ে।
আরও পড়ুন : ‘প্রথম এপিসোড টা দেখে বেশ ভালই লাগলো!’উড়ান দেখে কী বলছেন দর্শক?
এই ধারাবাহিকের প্রোমোশনাল ভিডিওতে দেখা গিয়েছিলো যে,এই ধারাবাহিকে পূজারিণী এমন একজন মেয়ে যে তার গোটা পরিবারের দায়িত্ব নিয়েছে নিজের কাঁধে, তার ফুলের ব্যবসা, অন্যদিকে মহারাজ সকলের ভালো করতে চায় কিন্তু তার ভালো কাজ কেউ সকলে খারাপ হিসেবে দেখে, অর্থাৎ তার কাজের সঠিক মূল্যায়ন হয় না।
পরিবারের মধ্যেও মহারাজকে কেউ ভালোবাসে না, একমাত্র মহারাজের বাবা আর বোন বাদে। এই ধারাবাহিক দেখে এক অংশের দর্শক হতাশ হয়েছেন কারণ তারা আশা করেছিলেন অরিজিনাল ভার্সন কে পুরোপুরি কপি করা হবে।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“
দেখে নিলাম উড়ানের প্রথম এপিসোড।পূজারিনী হচ্ছে একটা দায়িত্ববান মেয়ে যে নিজের বোন এবং ভাইকে পড়াশোনা করায় নিজে দোকান সামলে ও নিজেদের ফুলের ব্যাবসা আরো বড়ো করতে চায় এবং মন্দিরে স্কাইওয়াক বানাতে চায় যাতে ব্যাবসা আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। মহারাজের মা একটু অহংকারী, মহারাজ আগে জে*লে ছিলো তাই ওকে পছন্দ করে না শুধু বড় ছেলে আর ছোটো ছেলে কেই ভালোবাসে।
মহারাজের বাবা আর ওর বোন (যাকে কুড়িয়ে পেয়েছিল) শুধু মহারাজকে ভালবাসে ওই বাড়িতে। মহারাজ কে প্রথম থেকেই লোকে ভুল বুঝছে তার ভালো কাজকেও সবাই বাজে চোখে দেখে। পূজারীনি আর মহারাজের জুটি টা খুব ভালো লেগেছে, দুজনকে একসাথে দারুণ মানাবে। এইভাবেই শেষ হয় আজকের এপিসোড। কিন্তু এই এপিসোড দেখে একটু হতাশ হলাম কারন আমি ভেবেছিলাম সুরিন্দর পুরো Orginal
ভার্সন কে ফলো করে এপি সোড করবে কিন্তু ওখান থেকে কিছুটা নিয়ে আর নিজেরা গল্প বানিয়ে আজকের এপি রেডি করলো! যেটা আমার ভালো লাগে নি। Background Music গুলোও সঠিক জায়গায় ব্যাবহার করেনি আমার নিজস্ব ভাবে মনে হলো। এটা “SVF” এর হলে সবচেয়ে ভালো হতো। Surinder Surinder Films Television যেন পরবর্তী এপি গুলো orginal কে পুরো ফলো করে বানায়। ওপেনিং TRP নিয়ে বেশি আশা রাখছি না। পার্সোনাল রেটিং:- ৬.৮/১০।”