বাংলা সিরিয়ালভাইরাল

মিঠাই ধারাবাহিকের গানে বাড়ির ছাদে অসাধারণ কোমড় দোলালো যুবতী, ভাইরাল ভিডিও

বর্তমানে ইনস্টাগ্রামের ভিডিও চাহিদা বিপুল পরিমানে বেড়েছে। টিকটক ব্যান হয়ে যাওয়ার পর থেকেই ইনস্টাগ্রামের ভিডিও বানান সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলে। যে সমস্ত গান ট্রেনিংয়ে চলে আসে সেই সমস্ত গানে ভিডিও বানিয়ে ভাইরাল হোন সকলে। সম্প্রতি মিঠাই ধারাবাহিকের টাইটেল সং এর সঙ্গে নেচে ভাইরাল হলো এক যুবতী।

‘উবিরুঙ্গিয়া’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে ওই যুবতীকে হলুদ শাড়ির সাথে নীল রঙের ব্লাউজ আর রঙিন চুড়ি পড়ে সুন্দর করে সেজে নাচতে দেখা গিয়েছে। সবুজ গাছে ঘেরা প্রকৃতির মাঝেই নাচের এই ভিডিওটি বানিয়েছে ওই যুবতী।

বর্তমানে তো মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। সকল ঘরে ঘরেই রাত আটটায় সপরিবারে মিলে এই ধারাবাহিক দেখতে বসে যান। বর্তমানে ধারাবাহিকের গল্প অন্যদিকে মোড় নিয়েছে সিদ্ধার্থের অ্যাক্সিডেন্টের পর গল্পে এসেছে নতুন চমক। রিকি দা রকস্টার হিসেবেই আত্মপ্রকাশ করেছে সিদ্ধার্থ। এবারে আগামী দিনে ধারাবাহিকে কি হতে চলেছে সেটা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সোম থেকে রবি ঠিক রাত আটটায়।

Back to top button

Ad Blocker Detected!

Refresh