বাংলা সিরিয়াল

কথা ব্লুজকে দেখিয়ে দিলো হিরো হিরোইনকে গুরুত্ব দিয়েও বঙ্গ সেরা হওয়া যায়! জগদ্ধাত্রী দুর্বলতা কথার প্লাস পয়েন্ট বলছেন দর্শক!

এই সপ্তাহে টিআরপি লিস্ট বেরোনোর পর দেখা যাচ্ছে যে বঙ্গ সেরা ধারাবাহিক হয়েছে কথা। প্রতিপক্ষ ধারাবাহিক জি বাংলার জগদ্ধাত্রীকে অনায়াসে হারিয়ে দিয়েছে এই ধারাবাহিক। যেহেতু কথা জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে বঙ্গ সেরা হয়েছে

সেই কারণে কথা দর্শকরা স্বাভাবিকভাবেই খুশি একই সাথে বারংবার উঠে আসছে জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রসঙ্গ। কারণ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও এই ধারাবাহিকে নায়ক নায়িকার রসায়ন সেভাবে ফুটে ওঠেনি।

অন্যদিকে প্রতিপক্ষ ধারাবাহিক স্টার জলসার কথাতে খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে নায়ক নায়িকার রসায়ন। কথা ধারাবাহিকে পারিবারিক গল্প পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে একটা পজেটিভ সম্পর্ক এবং একে অন্যের বিপদে

আরও পড়ুন : পুরো সিরিয়ালে সূর্য দীপা মোটে ৬-৭ মাস সুখে সংসার করেছে আর বাকি টাইম বিচ্ছেদেই শেষ! আর ইন্টারেস্ট নেই অনুরাগের ছোঁয়া দেখার বলছেন দর্শক!

দাঁড়ানো এই বিষয়গুলো প্রথম থেকেই দেখে এসেছিলেন নির্মাতারা এবং এই জিনিসটাই দর্শক পছন্দ করছেন যে কারণে এই ধারাবাহিকটি আজ বঙ্গ সেরা হয়েছে বলে মনে করছেন দর্শক। অনেকেই জগদ্ধাত্রী ধারাবাহিকের হারার পেছনে প্রধান কারণ হিরো চরিত্রকে নেগলেট করা বলেই মনে করছেন।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“কথা ব্লুজকে দেখিয়ে দিলো হিরো হিরোইন কে গুরুত্ব দিয়ে , রোমান্টিক সিন দেখিয়ে,জুটিতে ফোকাস করে ,,প্রোমোশন করে, নাচ, গান,পজিটিভিটি দেখিয়ে টপার হওয়া যায় যেটা আজীবন হয়ে এসেছে, নায়িকার অতিরিক্ত চিৎকার চেঁচামেচি , মারপিট ,সাইড character

আরও পড়ুন : রাণীই টেলেভিশনে প্রথম যার মা ছিলো না,রাণীই প্রথম যে নাকি বাড়ি থেকে পালিয়ে ছিলো!-রানীর সাথে তেঁতুল পাতার তুলনা করায় চটলেন দর্শকরা

দের অতিরিক্ত মাথায় তুলে নাচা, ভিলেনকে হিরোর থেকে বেশি গুরুত্ব দেওয়া ,ভিলেনকে নিয়ে ২-৩ টা মেয়ের টানাটানি ,হিরোকে মাসে ২-৩ টা এপিসোডে দেখানো, হিরোকে ১% ও গুরুত্ব না দেওয়া,হিরো হিরোইন জুটিকে ফোকাস না করা,রোমান্টিক সিন না দেখানো এগুলো দর্শক বেশিদিন গিলে না, দিনশেষে নরমাল ,সুন্দর, ফ্যামিলি ড্রামাই দর্শক পছন্দ করে যেটা হলো কথা”

Back to top button

Ad Blocker Detected!

Refresh