বড় ধাক্কা খেলেন অভিষেক বচ্চন! কাছের মানুষকে হারালেন অভিষেক, কান্নায় ভেঙ্গে পড়লেন অভিনেতা, অভিনেতার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি
সম্প্রতি কিছুদিন আগেই গিয়েছে কান চলচ্চিত্র উৎসব এবং সেখানেই স্ত্রী এবং কন্যাকে নিয়ে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। ঐশ্বর্য রাই কান চলচ্চিত্র উৎসবে প্রতিবছরই রেড কার্পেটে হাঁটেন। বিগত কয়েক বছর ধরে সাথে থাকে মেয়ে আরাধ্যা। কান চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেই দুঃসংবাদ এর মুখোমুখি হতে হল অভিষেক বচ্চন কে। প্রিয় বন্ধু তথা অত্যন্ত কাছের মানুষকে হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছেন অভিষেক বচ্চন। দেশে ফিরে জনপ্রিয় স্যুট স্টাইলিস্ট আকবর শাহপুরওয়ালা এর মৃত্যু সংবাদ পেলে অভিষেক। আকবর শুধুমাত্র একজন স্যুট স্টাইলিস্ট ছিল তা নয় অভিষেক বচ্চনের অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন আকবর। স্বাভাবিকভাবেই বন্ধুর এই হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় আকবরের একটি স্যুট এর ছবি পোস্ট করে শোক বার্তা জানিয়েছেন অভিনেতা।
ছবিটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন ‘বাড়ি এসেই খুব খারাপ খবর পেলাম। সিনেমা জগতের একজন কিংবদন্তি আকবর শাহপুরওয়ালা প্রয়াত। ওঁকে আক্কি আঙ্কেল বলে চিনতাম আমি। আমার বাবার পোশাক বানাতেন তিনি। বাবার বেশিরভাগ স্যুট আর আমার বেশ কিছু ছবির জন্য স্যুটও তিনি তৈরি করেছিলেন। আমি যখন ছোট ছিলাম, আমার সবথেকে প্রথম স্যুট থেকে শুরু করে রিফিউজির প্রিমিয়ারে পরার জন্য টাক্সিডো, সব তিনি নিজে হাতে বানাতেন। ‘একটা স্যুট বানানো মানে শুধু দর্জির কাজ নয়। এটা একটা অনুভূতি। যখন তুমি আমার স্যুটগুলো পরো, প্রত্যেকটা সেলাইতে আমার ভালবাসা আর আশীর্বাদ মিশে রয়েছে।’ আমার কাছে উনি বিশ্বের সেরা স্যুট নির্মাতা ছিলেন।’
View this post on Instagram
ইন্ডাস্ট্রিতে কারণ জোহর, মানিশ মাল্যত্রার মতো বড়-বড় তারকারাও আকবরের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন। আকবরের তৈরি একটি বিশেষ স্যুট এর ছবি পোস্ট করেছেন অভিষেক। নিজের কাছের এবং অত্যন্ত প্রিয় একজন স্টাইলিশ কে হারিয়ে স্বভাবতই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তবে খুব শীঘ্রই তিনি তাঁর এই শোক কাটিয়ে উঠবেন সেটাই কামনা করার।