বলিউড

রিয়েলিটি শো এর মঞ্চে ‘ডাফলি বালে’ তে করণ জোহরের সঙ্গে দুর্দান্ত নাচলেন প্রাক্তন অভিনেত্রী জয়া প্রদা, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি হিন্দি এন্টারটেইনমেন্ট জগতে শুরু হয়েছে ভিন্ন স্বাদের একটি রিয়েলিটি শো ‘হুনারবাজ: দেশ কি শান’। আর এই শো এর আগামী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন জনপ্রিয় অভিনেত্রী জয়া প্রদা। কালার্স টিভির ইনস্টাগ্রাম পেজ এর পক্ষ থেকে সম্প্রতি এই শো এর নতুন প্রোমো ভিডিও প্রকাশ এসেছে। বলিউডের জনপ্রিয় গান ‘ডাফলি বালে’ তে অসাধারন নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার সঙ্গ দিয়েছেন শো এর অন্যতম বিচারক কারণ জোহার।

১৯৭৯ সালে মুক্তি পেয়েছিল সরগম ছবিটি আর সেই ছবিরই আইকনিক গান এটি। ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। ভিডিওতে নাচের সময় অন্যান্য বিচারক মিঠুন চক্রবর্তী, পরিণীতি চোপড়া কে সেই মুহূর্ত উপভোগ করতে দেখা গিয়েছে। করণ এবং জয়ার নাচ দেখে নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে জানিয়েছেন ‘ঋষি কাপুরজির কথা মনে পড়ে গেলো’।

জয়া প্রদার ডেবিউ ছবি ছিল সরগম। এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছিলেন ‘গোটা দুনিয়ার জন্য ঋষি হয়তো হিরো, কিন্তু আমার কাছে ও সব সময় আমার বন্ধু চিন্টুজি। আমার প্রথম হিন্দি ছবির হিরো ওঁ। সেটে প্রথম দিনে এত বড় একজন তারকার সামনে দাঁড়িয়ে থাকতে পেরে, আমি নিজেও খুব উচ্ছ্বসিত ছিলাম। ওঁর দিকে তাকিয়ে হাসছিলাম। ওঁ আমার দিকে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলা শুরু করেন।’

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

Back to top button

Ad Blocker Detected!

Refresh