দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ‘RRR’, ‘KGF 2’ এর মতো ছবি বানালে বলিউড তো পানমশলাই বেচবে, বলিউডকে খোঁচা দিলেন ‘জলি LLB’ খ্যাত অভিনেতা
সময়টা অক্ষয় কুমারের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। প্রথমত দক্ষিণী ছবির কারণে তার ছবি বচ্চন পান্ডে একেবারেই ভালো ব্যাবসা করতে পারেনি বক্স অফিসে, তার উপরে সম্প্রতি নামি একটি পান মশলার কোম্পানির হয়ে প্রচার করায় নেটিজেনদের তীব্র ক্ষোভ এর মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু পরে তিনি ভক্তদের কাছ থেকে ক্ষমা চেয়ে এই সংস্থার বিজ্ঞাপন থেকে সরে এসেছেন। কিন্তু তাতেও যেনো সমালোচনা কিছুতেই থামছে না। এদিকে অভিনেতা সৌরভ শুক্লার মন্তব্য নেটিজেনদের ক্ষোভ কিছুটা হলেও কমেছে। তাঁর মন্তব্য শুনে হাসিও ফুটেছে ক্ষুব্ধ নেটনাগরিকদের মুখে। ঠিক কী বলেছেন ‘জলি এলএলবি ২’ অভিনেতা?
বলিউডকে কটাক্ষ করেই অভিনেতা বলেছেন “আপনারা কি দক্ষিণের মতন ছবি বানাতে পারবেন? বানাতে পারবেন না বলেই আপনাদের ছেলেরা পান মশলার বিজ্ঞাপন দিচ্ছে।” আর অভিনেতার এই কথা বেশ মনে ধরেছে নেটিজেনদের। সত্যি গত একবছর ধরে বলিউডের অবস্থা খারাপ, দক্ষিণী ছবির সামনে টিকতে পারছে না কোনো ছবি। আর এই কথাটি বোঝাতে চাইলেন অভিনেতা সৌরভ শুক্লা।
উল্লেখ্য পান মশলার বিজ্ঞাপনের কারণে ট্রোল হওয়ার কারণেই অক্ষয় কুমার ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন, ‘আমি দুঃখিত। আমার সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্খীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। গত কয়েকদিন ধরে সবার প্রতিক্রিয়া আমার মনে গভীর প্রভাব ফেলেছে। আমি কখনোই তামাক সেবনকে সমর্থন করিনি আর করবও না। কিন্তু এই সংস্থার সঙ্গে আমার যুক্ত হওয়া নিয়ে সবাই যে প্রতিক্রিয়া দিয়েছে সেটাকে আমি সম্মান করি। আর তাই পদটা ছেড়ে দিচ্ছি।’