বলিউড

পরনে রয়েছে অসাধারণ বিকিনি, সুইমিং পুলে হট অবতারে ধরা দিলেন কপিল শর্মার স্ত্রী! বাঙালি কন্যার ফটো ভাইরাল নেটদুনিয়ায়

কপিল শর্মা শো এর একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন সুমনা চক্রবর্তী। এই শো থেকে টেলিভিশন জগতে তার যাত্রা শুরু। একজন দারুণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন দারুণ রসিক মানুষ, মানুষকে হাসতে যেমন তিনি ভালোবাসেন তেমনই নিজেও হাসতে ভালোবাসেন তিনি।

তার হট লুক এবং ফিগারের উপর অনেকেই ফিদা। সোশ্যাল মিডিয়ায় তার অসংখ্য ফলোয়ারস্ রয়েছে। সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি কিছুদিন আগেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সুমনা। ছবিতে তাকে নিজের বান্ধবীদের সাথে দেখা গিয়েছে। সঙ্গে তারও কয়েকটি সিঙ্গেল ছবিও রয়েছে। সুইমিং পুলে হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

প্রচন্ড গরমের হাত থেকে মুক্তি পেতেই ঠান্ডা সুইমিং পুলের জলে সময় কাটাতে দেখা গিয়েছে সুমনা, অভিনেত্রী উর্বশী ধোলাকিয়া ও অভিনেত্রী-আরজে তারানা কে। অভিনেত্রীদের প্রত্যেকের পরনে রয়েছে বিকিনি। সুমনা চক্রবর্তীর ইনস্টাগ্রামের দেওয়ালে সেই সমস্ত ছবি জ্বলজ্বল করছে।

জনপ্রিয় কমেডি শো দ্যা কপিল শর্মা শো তে কপিল এর স্ত্রী এর চরিত্রে দেখা যায় সুমনা কে। মূলত সেখান থেকেই নাম ছড়িয়ে পড়ে তার।

 

View this post on Instagram

 

A post shared by Sumona Chakravarti (@sumonachakravarti)

Back to top button

Ad Blocker Detected!

Refresh