বলিউড

স্পাইডার-ম্যান সিনেমা কে গোহারা হারাতে আসছে ব্রহ্মাস্ত্র! দুর্দান্ত VFX, রণবীর-আলিয়ার রসায়ন নজরকাড়া, মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ র ট্রেলার মুক্তি পেয়েছে। অয়ন মুখার্জি পরিচালিত ট্রিলজি সিরিজের প্রথম অংশ, যা আগামী ৯ই সেপ্টেম্বর ২০২২-এ মুক্তি পাবে। ট্রেলারেও রণবীর-আলিয়ার রোমান্টিক কেমিস্ট্রির মধ্যে প্রচুর অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার দেখা গেছে। ব্রহ্মাস্ত্র পার্ট-১ শিবের ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে আলিয়া, রণবীরের পাশাপাশি অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার ভিডিও শেয়ার করেছেন আলিয়া ভাট। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের হৃদয়ের একটি অংশ-ব্রহ্মাস্ত্র। ৯ই সেপ্টেম্বর দেখা হবে।’

ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ছবিটি পুরাণ নির্ভর। অস্ট্রার মহাবালিকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। যিনি সর্বশক্তিমান অস্ত্রের সন্ধান করছেন। ব্রহ্মাস্ত্রে রণবীর অভিনয় করছেন শক্তিশালী শিবের ভূমিকায়। যার সাথে আগুনের অনন্য সম্পর্ক রয়েছে। ট্রেলার দেখার পর ভক্তদের উত্তেজনা আরো বেড়ে গিয়েছে। অয়ন মুখার্জির পরিচালনায় নির্মিত ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা এই ছবির প্রথম কিস্তি। এটি একটি তিন সিরিজের ছবি। ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটির প্রথম অংশ, এরপর আসবে আরও দুটি অংশ। এই ছবি বহুবছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল। এত বছর পর অবশেষে এই ছবিটি দেখতে পাবেন ভক্তরা।

ছবির ট্রেলার মুক্তির আগে অরিজিৎ সিং এর কন্ঠে ‘কেশারিয়া’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এবার এই ছবির ট্রেলার মুক্তির পর দর্শক আরো আগ্রহী হয়ে উঠল ছবিটি দেখার জন্য। ট্রেলার মুক্তির পর পরিচালক জানান, ‘নতুন একটা সিনেমাটিক ইউনিভার্সের সূচনা হল। দ্য অস্ত্রাভার্স, আমার মনে হয় ব্রহ্মাস্ত্র এমন একটা ছবি যার জন্য প্রত্যেক ভারতীয় গর্ববোধ করবেন। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে আমাদের শিকড়, আমাদের ঐতিহ্যশালী সংস্কৃতির সঙ্গে টেকনোলজির যথাযথ মিশেল। এটা ভারতের ছবি, স্বপ্নের ছবি।’ হিন্দি ভাষা ছাড়াও এই ছবি তামিল তেলেগু কর্নেল এবং মালায়ালাম এই চারটি ভাষাতে মুক্তি পাবে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh