প্রয়াত বিখ্যাত কৌতুক অভিনেতা সতীশ কৌশিক, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর, বলিউডে বিষাদের ছায়া
প্রয়াত হলেন পরিচালক অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সতীশ তাঁর অভিনয়ের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক, সবার মুখে ফুটিয়েছিলেন হাসি। সেই হাসির রোল থামিয়েই চলে গেলেন বিখ্যাত অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)।
সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রথম দেন তাঁরই বন্ধু, অভিনেতা অনুপম খের (Anupam Kher)। এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুর খবর পেতেই শোকের ছায়া নামে বলিউডে।
আজ ভোরেই মুম্বইয়ে প্রবীণ অভিনেতার মৃত্যু হয়। অনুপম খের টুইটে লেখেন, “জানি মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য! কিন্তু আমি আমার স্বপ্নেও কখনও ভাবিনি যে আমার প্রিয় বন্ধুর সম্পর্কে এই কথা লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল! তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না সতীশ!”
"Actor Satish Kaushik passes away," tweets Actor Anupam Kher pic.twitter.com/aNze6eILzK
— ANI (@ANI) March 9, 2023