মা বাবার পর সবচেয়ে প্রিয় মানুষকে হারালেন অভিনেত্রী কমলিকা ব্যানার্জী! সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন কমলিকা
অভিনেত্রী কমলিকা ব্যানার্জী। টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে বহুবছর ধরে তিনি যুক্ত রয়েছেন। দীর্ঘ কয়েকবছর হলো তিনি টলিউডের ছোটপর্দা এবং বড়পর্দার সঙ্গে যুক্ত। অনেকগুলি বছরই কাটিয়ে ফেললেন অভিনয় জগতে। সম্প্রতি নিজের কাছের মানুষ কে হারিয়ে কান্নায় শোকে ভেঙে পড়েন অভিনেত্রী। কয়েকবছর আগেই হারিয়েছেন নিজের মা বাবা কে। এবারে মা বাবার পর হারালেন নিজের আরেক কাছের মানুষ কে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমলিকা জানিয়েছেন সম্প্রতি তিনি তার সবচেয়ে প্রিয় মানুষ দিদা কে হারিয়েছেন। ছোটো থেকেই দিদা ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু, philosoper, তার গাইড। আর সেই দিদা কেই হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী। ১৩ বছর ধরে তার অসুস্থ দাদু কে একার হাতে সামলে গিয়েছেন তার দিদা। এমনকি মেয়ে মারা যাওয়ার পরও নিজেকে শক্ত রেখেছিলেন।
সেই মানুষটাই আজ কাউ কে কোনো কষ্ট না দিয়ে চুপচাপ চলে গেলেন না ফেরার দেশে। সোশ্যাল মিডিয়ায় দিদা কে নিয়ে একটি লেখা পোস্ট করেন অভিনেত্রী সেখানেই জানান, ‘আরও একবার নিজেকে অনাথ মনে হচ্ছে। তবে মা বাবার পাশাপাশি বাকি সবার সাথে তারাদের দেশে ভালো থাকো তুমি।’