‘উফফ যেনো জ্বলছে’ – কোমর অবধি জলে অর্ধ শরীর উন্মুক্ত পোশাকে একেবারে ‘জল পরী’ মনামী! তবে আসলো নোংরা কটাক্ষও
টলিউডের ফ্যাশননিস্তা মনামী ঘোষ। বর্তমানে টলিউডের অন্যতম পরিচিত মুখ। অভিনেত্রী অভিনয় জগতে পা রাখেন ছোট পর্দার সাহায্যে। নিজের দক্ষতাতেই মানুষের মন জয় করেছেন তিনি। পা রেখেছেন বড় পর্দাতেও। আর সাথেই হয়ে উঠেছেন সোসিয়াল মিডিয়ার সেন্সেশন।
সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই জনপ্রিয়তা তাঁর। যদিও তিনি শুধু একজন অভিনেত্রী নন। অভিনয়ের পাশাপশি তিনি নৃত্য শিল্পেও বটে। সেই নিয়েও তাঁর জনপ্রিয়তা কম নয়। তবে সামাজিক মাধ্যম যেনো তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। অভিনেত্রীও নিজের বিভিন্ন ফ্যাশনেবল ছবি ভিডিও মাঝে মদেইপস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও।
সম্প্রতি অভিনেত্রী যেমন এই ভিডিও পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে দেখা যাচ্ছে কোমর পর্যন্ত জলে দাড়িয়ে আছেন তিনি। সেখানে একেবারে নো মেকআপ লুকে দেখা গেছে তাঁকে। এদিন তাঁর পরনে ছিল সবুজ রঙের একটি পিঠ খোলা সুইম কস্টিউম। খোলা চুল বেঁধে খোপাও করলেন তিনি। ক্যামেরার সামনে এমন বহু বার বহু বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। এই ভিডিওটি পছন্দ করেছেন ১৩ হাজারেরও বেশি মানুষ।
তেমনি দেখা গেছে বিভিন্ন মন্তব্য। একজন লিখেছেন, ‘জল পরী’। আরেকজন আবার লেখেন, ‘উফফ যেনো জ্বলছে’। আরেকজন আবার কটাক্ষ করে লেখেন, ‘টলিউডের উর্ফি’। একজন নোংরা মন্তব্য করে প্রশ্ন করেন, ‘তোমার বুবস গুলো এত বড় কী করে?’।
View this post on Instagram