পোশাক তো নয়, যেন নাইটি! নুসরতের পোশাকে নাইটি বলে কটাক্ষ নেটিজেন মহলের
দুর্গা পুজোটা কলকাতাতেই কাটিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। দুর্গাপূজো শেষ হতেই এবার তিনি পাড়ি দিয়েছেন মালদ্বীপের উদ্দেশ্যে।
সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্ত। যদিও সঙ্গে দুই পুত্র সন্তানকে নেননি তারা। তার জন্য নেটিজনদের কটাক্ষের মুখে পড়েছেন দুজনেই। তবে লোকের সমালোচনাকে পাত্তা না দিয়ে এই জুটি আবারো নিজেদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করে চলেছেন নিজেদের মতো করে।
এবার মালদ্বীপ ভ্রমণে গিয়ে সেখানে থেকে একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দুজনে।
মঙ্গলবার ইন্সটাগ্রামে নিজের ইভনিং লুকের বেশ কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান।
ছবিতে অফ হোয়াইট রঙের বডিকন গাউন পরে দেখা গেছে অভিনেত্রীকে। কালো রঙের নুডল প্যাটার্নের স্লিভস, কালো নেটের ফ্লোরাল ডিজাইন করা রয়েছে ডান দিকের স্লিভে।
কালো নেটের ফ্লোরাল ডিজাইন রয়েছে নেকলাইনের অংশে। ওই ডিজাইন কোমরের কিছুটা অংশ পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন : “বাংলা ছবি দেখলে জাত চলে যায়”, হিপোক্রেসি নিয়ে ক্ষোভ প্রকাশ মিঠুনের
গাউনের নিচের অংশেও কালো নেটের ডিটেলিং রয়েছে। গাউনের ডিপ নেক লাইনের জন্য উন্মুক্ত নুসরতের ক্লিভেজ। বডিকোন গাউনের ডানদিকে দেখা যাচ্ছে কালো স্ট্রাইপ। সাথে অবশ্য হালকা মেকআপ করেছেন অভিনেত্রী।
ন্যুড শেডের আইশ্যাডো ও কালো আইলাইনার দিয়ে চোখ সাজিয়েছেন অভিনেত্রী। ন্যুড শেডের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙিয়েছেন তিনি।
পিচ রঙের ব্লাশারের ব্যবহার করেছেন চিবুকে। বান করে বাঁধা রয়েছে চুল। আর কিছু ফ্রিঞ্জ মুখের ওপর এসে পড়ছে।
সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী নুসরত নিজের নোনতা মুডের কথা জানিয়েছেন। অনেকেই এই ছবির প্রশংসা করেছেন। তবে এমনও অনেকেই রয়েছে, যারা নুসরতের এই ছবি দেখে বিভিন্ন ভাবে কটাক্ষ করেছেন। নাইট গাউন বা নাইটির সঙ্গেও তুলনা করেছেন অনেকেই।
View this post on Instagram