‘নীলছবিতে অভিনয় করুন, ভালো মানাবে’! সাহসী পোশাকে ‘অন্যরকম’ ফটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাবের শিকার হলেন অভিনেত্রী নুসরত জাহান
এমনিতেই টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী বললেই উঠে আসে অভিনেত্রী নুসরত জাহানের নাম। এবার আরও একবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের সম্মুখীন হতে হল টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। প্রসঙ্গত এর আগে একাধিকবার ব্যক্তিগত জীবনের নানান সিদ্ধান্তের কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে।
তবে তিনি জানিয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার সমালোচনাকে তিনি বিশেষ পাত্তা দেন না। বরং নিজের জীবনকে নিজের সিদ্ধান্ত দিয়ে চালাতে তিনি বেশি পছন্দ করেন। তবে এবার সাহসী পোশাকে ফটো পোস্ট করে নোংরা আক্রমণের শিকার হতে হল অভিনেত্রীকে। প্রসঙ্গত এদিন নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে সাদা টপ আর সঙ্গে শর্টস পরে উল্টো করে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে তিনি যে এই ছবিটা পোস্ট করেছেন সে কথাও স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেত্রী। তবে এর পরেই নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ তীব্র সমালোচনার মুখে ফেলেন অভিনেত্রীকে। এবং জানিয়েদেন মোটেই ভালো লাগছে না নুসরতকে। তবে পাল্টা প্রতিবাদ করতে দেখা গিয়েছে অভিনেত্রীর অনুগামীদের। তারা জানিয়েছেন বরাবরই বোল্ড ছবির জন্য পরিচিত তাদের প্রিয় অভিনেত্রী নুসরত জাহান। তাই এদিন অনুগামীদের কাছ থেকে প্রাপ্য প্রশংসা লাভ করেছেন অভিনেত্রী।
View this post on Instagram