গরমে পৃথুলাদের হালকা পাতলা পোশাক পড়ার পরামর্শ দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, মহিলাদের খোলামেলা পোশাক পরার পরামর্শ দিলেন স্বস্তিকা
এপ্রিল মাস পরে গিয়েছে আর তার সঙ্গে সঙ্গে চলে এসেছে গ্রীষ্ম। আর এই গ্রীষ্মের রোদে তিতিবিরক্ত প্রত্যেকে। দিনদিন যেনো বেড়েই চলেছে দাবদাহ। আর এই গরমে হাসফাঁস এর কারণে সকলেই হালকা পাতলা পোশাক পরতে চায়। কিন্তু যাদের চেহারা ভারী তারা সেই সমস্ত পোশাক পড়তে পারে না। শুধুমাত্র সমাজের কটাক্ষের কারণে। কিন্তু এবারে সেই সমস্ত মহিলাদের আশ্বাস দিলেন স্বয়ং স্বস্তিকা মুখোপাধ্যায়।
এমনিতেই টলিউডের এই অভিনেত্রী সবসময় সত্যি কথা সোজাসুজি বলতে ভালোবাসেন। অভিনেত্রী নিজেও একসময় ভারী চেহারার জন্য এই সমস্ত পোশাক পড়তে ইতস্তত বোধ করতেন।বেশ কয়েকবছর ফটোশুট করেননি। কিন্তু ২০২০ সালের অতিমারি বদলে দিয়েছে অভিনেত্রীর চিন্তাধারা। তিনি বুঝতে শিখেছেন জীবনে নিজের মতন করে বাঁচতে হয়। ফলে আবারও ফিরে এসেছেন ফটোশুট এর দুনিয়ায়। স্বস্তিকা বলেছেন, ‘গরম থেকে রেহাই পেতে সাঁতার কাটার জন্য স্বচ্ছন্দে সুইমসুট পরতে পারেন পৃথুলারা। এছাড়াও দোকানে গিয়ে নিজেদের পছন্দের পোশাক কিনুন সকলে।’
প্রতিটি দোকানে যেনো প্লাস সাইজের জামা পাওয়া যায়, ডিজাইনার রা যেনো প্রত্যেকে প্লাস সাইজের জামা বানান স্বাচ্ছন্দ্যে। সব দোকানেই প্লাস সাইজের জামা যেনো অনায়াসেই স্থান পায়। স্বস্তিকা আরও বলেন যে লোক কি ভাববে সেটা ভাবা এবারে বন্ধ করুন। অনেক তো ভাবলেন কি উপকার হলো আপনার? কি ভালো হলো? তাই এবারে নিজের কথা ভাবুন