পূজাকে “অসভ্য মহিলা” বলে আক্রমণ! নিশ্চুপ রইলেন অভিনেত্রী
অভিনেত্রী পূজা বন্দ্য়োপাধ্যায়, অভিনয় জীবন টলিউড থেকে শুরু হলেও বর্তমানে তিনি বলিউডেও কাজ করেছেন বেশ কিছু প্রজেক্টে। প্রচুর হিন্দি সিরিয়ালের অভিনয় করতে দেখা গিয়েছে পূজা বন্দ্যোপাধ্যায়কে। কুণাল বর্মাকে বিয়ে করার পর এখন তিনি মুম্বাইয়ে থাকেন।
তবে কলকাতায় পূজার যাতায়াত লেগেই আছে বলা যায়। এইতো কিছুদিন আগে ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল পূজাকে।
সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় পূজা বন্দ্যোপাধ্যায়। প্রায় দিন নানান ধরনের ছবি ভিডিও রিল পোস্ট করে অনুরাগীদের মাতিয়ে রাখেন তিনি। এরই মাঝে একটি ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই দারুন ট্রোলের মুখোমুখি হতে হলো অভিনেত্রীকে।
View this post on Instagram
ওই ভিডিওতে গর্জাস বিকিনি, আর সঙ্গে মানানসই স্কার্ট পরে দেখা গেছে অভিনেত্রীকে।
এই ভিডিও পোস্ট করা মাত্রই ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। কেউ পূজাকে বলেছেন, “অসভ্য মহিলা”। কেউ কমেন্টে লিখেছেন, “বিয়ে হয়ে গিয়েছে, আপনার তো একটা ছেলেও আছে। এধরনের ফটোশ্যুট করা মোটেও উচিত নয়”। কেউ বলছেন, “বিশেষ করে জগদম্বা চরিত্রে অভিনয় করার পর একেবারেই এধরনের ফটোশ্যুট করা উচিত নয়”। এই ধরনের মন্তব্য দেখেও কোন কমেন্ট করেনি পূজা। নিশ্চুপ রয়েছেন তিনি।
এখন সেরকম হাতে কোন প্রজেক্ট নেই পূজা বন্দ্যোপাধ্যায়ের। তবে শোনা যাচ্ছে, এবার নাকি টলিউডে কাজ করবেন অভিনেত্রী। রাজা চন্দের একটি বাংলা সিনেমায় কাজ করার কথা তাঁর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন নাকি পূজা। তিনি ছাড়াও ওই ছবিতে থাকার কথা রয়েছে আয়ুষী তালুকদার, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সিয়াম আহমেদের।
আরও পড়ুন : অভিনয় জগতে না থাকলেও, রচনার গ্ল্যামার টেক্কা দেবে বলিউড সুন্দরীদের! রচনার বিউটি সিক্রেট জানেন কি?
পূজা বন্দ্যোপাধ্যায় এর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার যেন শেষ হতে চায় না। কিশোরী থাকাকালীন অবস্থায় একজনকে ভালোবেসে বাড়িঘর ছেড়ে ছিলেন পূজা। তবে সেই সিদ্ধান্তের জন্য তিনি দারুন আফসোস করেছিলেন।
পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তার। ২০১৩ সালের বিবাহ বিচ্ছেদের পর এতদিন কাজ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। এরপর লকডাউনের সময় কুণাল বর্মার সঙ্গে আলাপ আর তারপর প্রেম আর বিয়ে। এখন এক সন্তানের মা পূজা।